পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ज४ञा अङ्क ! ২১১ চণ্ডালদ্বয় –দেখুন মহাশয়! দাস ব্যাটাকে মেরে বার করে দিন । - (বাহির করিয়া দিয়া) ওরে চণ্ডাল! বিলম্ব করচিস কেন ? বন্ধ কর্ন ওকে । চণ্ডালদ্বয় –যদি এতই তাড়া থাকে তো তুমি নিজেই মার না । রোহ –ওরে চণ্ডাল ! মারিসনে, ছেড়েদে বাবাকে । শকার।-ওবে ! ওকেও মার্—ওর সঙ্গে ছেলেটাকেও মাৱ । চারু –মুখের অসাধ্য কিছুই নেই, বাছা তোর মায়ের কাছে যা রোহ —আমি গিয়ে তার পর কি করব ? চারু }— মাতারে লইয়া সাথে, আদাই আশ্রমে তুই করে প্রস্থান। পিতৃ-অপরাধ-তরে, কি জানি গো তোরো যদি স্বায়রে পর ণ ॥ দেখ সখা, তুমি তবে একে নিয়ে যাও। বিদু —দেখ সখা, তুমি কি তবে মনে কর তোমাকে ছেড়ে আমি প্রাণ ধারণ করব ? চারু —সখী ! তোমার স্বাধীন জীবন, তোমার প্রাণ তাগ কর। উচিত নয়। বিদু –(স্বগত) উচিত নয় বটে, কিন্তু আমি প্রিয়সখাকে ছেড়ে যে বঁাচতে পারব না। আচ্ছা তবে, ব্রাহ্মণীর হাতে ছেলেটিকে সমর্পণ করে, তার পর প্রাণ ত্যাগ করে প্রিয়সখার অনুগামী হই । ( প্রকাশুে ) আচ্ছ, ওকে তবে ওর মায়ের কাছে এখনি নিয়ে যাই । (কণ্ঠ ধরিয়া পদতলে পতন)