পাতা:মৃচ্ছকটিক.djvu/২২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । , ২১৩ শকার –নিশ্চয় তুই হত্যা করেচিল। চারু —আচ্ছা তবে তাই । প্রথম চণ্ডাল —ওরে, আজ তোর মারবার পালা । ২ চণ্ডাল —না রে না—তোর । ১ চণ্ডাল –ওরে ! আয় আমরা এইবার লেখ-জোখা আরম্ভ করি । (বহুবিধ রেখা কাটিয়া) ওরে, যদি আজ আমার পালাই হয় তবে একটু রোস্ । দ্বিতীয় !—কেন বল দিকি ? প্রথম —আমার স্বৰ্গীয় পিতা-ঠাকুর আমাকে বলেছিলেন যে, দেখ বীরক, যদি কখন তোমার পালা আসে, বধ্যকে তুমি কখন সহসা বধ কোরো না ।” দ্বিতীয় –ওরে ! কেন বল দিকি ? প্রথম —কখন কখন কোন সাধু পুরুষ অর্থ দিয়ে বধ্যকে মোচন করেন, কখন বা রাজার পুত্র হলে তার কল্যাণ-মহোৎসবে বধ্যদের ছেড়ে দেওয়া হয়। কখনবা হাতি বাধন ছিড়ে বেরিয়ে পড়লে, সেষ্ট গোলমালে বধ্যেবা ছাড়ান পায় । আবার কখন যদি রাজ-পরিবর্ত উপস্থিত হয়, তা হলেও বধ্যদের ছেড়ে দেওয়া হয় । শকার –কি ?—কি ?--রাজ-পরিবর্ত ? চণ্ডাল —ও রে ; আয় আমাদের লেখাটা শেষ করি । শকার –ওরে ! চারুদন্তকে শীঘ্ৰ বধ কর্ । ( এইরূপ বলিয়৷ দাসকে লইয়া একাস্তে অবস্থান ) চণ্ডাল –চারুদত্ত মহাশয় ! এ রাজার তাদেশ—আমাদের এতে কোন অপরাধ নেই। এইবার তবে স্মরণ করবার লোকদের স্মরণ করুন ।