পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ミ>b* মৃচ্ছকটিক । চণ্ডাল ।—এখন তবে এই ঘটনার কথা রাজা পালককে নিবেদন করি গে—তিনি যজ্ঞ-স্থানের পথে গেছেন । (প্রস্থান) চারু —( বসন্তসেনাকে দেখিয়া সত্রাসে ) কি সৰ্ব্বনাশ ! গর্ভ দাসীটাকে কে আবার বঁচিয়ে দিলে ? এইবার আমার প্রাণটা গেল দেগচি।--আমি তবে পালাই । ( পলায়ন ) চণ্ডাল –( নিকটে আসিয়া ) ও রে ! না না, রাজা এই আজ্ঞা করেছিলেন, “বসন্তসেনাকে যে হত্যা করেছে তারই প্রাণদণ্ড হবে।” এখন এসে আমরা রাষ্টিয় শুালককে খুজে বের করি। (প্রস্থান ) চারু —( সবিস্ময়ে ) কে গো উদ্ধারিল মোরে মৃত্যুর মুখেতে ? —দ্রোণ-মেঘ দেখা দিল অনাবৃষ্টি-ক্ষেতে ? ( অবলোকন করিয়৷ ) দ্বিতীয় বসস্তসেনা এ কি গো নেহারি ? স্বৰ্গ হতে অবতীর্ণ মূৰ্ত্তি কি তাহারি ? কিম্বা ভ্রাস্তি বশে দাখে মোর ভ্রান্ত চিত – এ সেই বসন্তসেনা—হয় নাই মৃত । স্বৰ্গ হতে আইলা কি বাচাইতে মোরে অথবা অপর কেহ সেই মূৰ্ত্তি ধরে ? বসং —(অশ্র-নয়নে উঠিয়া পদতলে পতন ) চারুদত্ত মহাশয় ! আমিষ্ট সেই পাপীয়সী যার দরুণ আপনার এই দুরবস্থা ঘটেচে । নেপথ্যে —আশ্চৰ্য্য ! আশ্চৰ্য্য ! বসন্তসেনা এখনও বেঁচে আছে ? চারু —( শুনিয়া সহসা উঠিয়া স্পর্শমুখে নিমীলিতাক্ষ হইয়া হর্ষোৎফুল গদগদ স্বরে ) গ্রিয়ে! বসন্তসেন তুমি ? বসং —আমিই সেই হতভাগিনী ।