পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দশম অঙ্ক । ૨૨ છે বল-মন্ত্রী-হীন সেই রিপুরে বধিয়া স্বপ্রভাবে পৌরজনে পুনঃ আশ্বাসিয়া নাশিয়া সে ইন্দ্র-তুল্য শত্র আধিপত্য, সমগ্র বসুধা-রাজ্য করি আয়ত্ত ॥ (সম্মুখে নিরীক্ষণ করিয়া) যেখানে ঐ লোকের ভীড় জমেছে, বোধ হয় উনি ঐ খানেই আছেন । চারদত্ত মহাশয়কে জীবন দান করে আর্য্যক নৃপতির এই শুভ রাজারস্ত কি সফল হবে না ? (আরও দ্রুতপদে অগ্রসর হইয়া) লোক-জন সব সরে যাও । ( দেখিয়া সহর্ষে ) এই যে, চারুদন্ত এখনো জীবিত, ওঁর সঙ্গে বসন্তসেনাও আছেন দেখচি । আমাদের প্রভূর মনোরথ এখন তবে সম্পূর্ণরূপে সিদ্ধ হবে। ও গো ! আজি, কি সৌভাগ্য ! পতিত বিপদার্ণবে —দুস্তর অপার সুশীলা প্রেয়সী ও রে, গুণবতী তরী হয়ে করিলেন পার | জ্যোস্না-শুভ শশধর, রাহু-গ্ৰাস হতে আহা হইল মোচন । অনেক দিনের পর, চারুদন্তে আমি আজি করিব দর্শন ॥ আমি মহাপাতকী, কি করে পর নিকটে যাই –কিন্তু না—সরল মনে সাধুভাবে কোথায় না সাওয়া যায় ?—খজুত সৰ্ব্বত্রই শোভা পায়। ( অগ্রসর হইয়া বদ্ধাঞ্জলি ) চারুদত্ত মহাশয় ! চারু —কে তুমি ? শবি – যে তব ভবন ভেদি হরিল সে গচ্ছিত ভূষণ