পাতা:মৃচ্ছকটিক.djvu/২৩৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२२ মৃচ্ছকটিক । আমি সেই মহাপাপী তব পদে লই গো শরণ ॥ চারু —সখা, তা নয়। ও কাজ তুমি পরিহাস করে করেছিলে । ( কণ্ঠ ধারণ ) শর্বি"।—একটা সংবাদ আছে। সুচরিত্র সে আর্য্যক, সকলের কুলমান করিতে রক্ষণ যজ্ঞ-শালা-স্থিত দুষ্ট পালকেরে পশুবৎ করিলা নিধন ॥ চারু —কি ? শর্বি — আরোহিয়া তব যানে, ইতি-পূর্বে তব পদে e যে লয় শরণ দুরাচার “পালকে” সে, যজ্ঞ-স্থানে পশু সম করিল নিধন ॥ চারু —কি বলচ্ শবিলক ? রাজা পালক র্যাকে ঘোষ-পল্লি হতে ধরে এনে অকারণে কারাগারে বদ্ধ করেন, সেই আর্য্যক আমাকে মোচন করেছেন ? শর্বি —আজ্ঞে হা । চারু –কি মুসংবাদ! আমার কি সৌভাগ্য! শর্বি —রাজ্যে অভিষিক্ত হবামাত্রই আপনার সুহৃদ আৰ্য্যক উজ্জয়িনীর বেণা নদীতটস্থ কুশাবতী-রাজ্য আপনাকে দান করেছেন । অতএব সুহৃদের এই প্রথম প্রণয়-দান আপনি গ্রহণ করুন। (অন্যদিকে