পাতা:মৃচ্ছকটিক.djvu/২৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२४’ মৃচ্ছকটিক । চারু – শুনিয়া সহসা নিকটে আসিয়া ) ই-বাছাকে আমিই দেখব । ( বালককে বাহু দ্বারা উঠাইয়। বক্ষে স্থাপন ) ধৃত –( দেখিয়া ) ও মা ! এ যে তার কণ্ঠস্বর শুনচি । ( পুনৰ্ব্বার নিরীক্ষণ করিয়া সহৰ্ষে )—আ বঁাচলেম—তিনিই তো —আ ! আমার কি মুখের দিন ! বালক —( দেখিয়া সহর্ষে ) ও মা ! দেখ, বাবা আমাকে কোলে নিয়েছেন। শোন মা শোন—বাবা এখন আমাকে দেখবেন। ( পিতাকে প্রত্যালিঙ্গন ) চারু —(ধৃতার প্রতি ) প্রিয় বিদ্যমানে প্রিয়ে! মুকঠোর কেন এ উদ্যম ? অস্তে নাহি গেলে ভানু পদ্মিন কি মুদে গো নয়ন ! বিদু –( দেখিয়া সহৰ্ষে) হি হি হি! কি আশ্চৰ্য্য ! ওগো ! এই চোখে প্রিয়সখাকে যে আবার দেখচি। ও: ! সতীর কি প্রভাব ! অগ্নি-প্রবেশের চেষ্টা করে ও প্রিয় সন্মিলন ঘটে গেল —জয় হোক্ প্রিয় সখার জয় হোক্‌ ! চারু —এসে মৈত্রেয় (আলিঙ্গন) দাসী –কি আশ্চর্য্য দৈবের ঘটনা ! মশাই, প্রণাম । (চারুদন্ত্রের পদতলে পতন) চারু —(পৃষ্ঠে হাত দিয়া) রদনিকে ! ওঠে ! (উত্থাপন) ধৃত –(বসন্তসেনাকে দেখিয়া) এসে বোন এসো, মুখে আছ তো ? বসং —এখনই মুখী হলেম । - ( পরম্পরে আলিঙ্গন )