পাতা:মৃচ্ছকটিক.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S8 মৃচ্ছকটিক । তাজা মৎস্ত মাংস পেলে মৃত দেহ না খায় কুকুর। বিট —ওগো বসন্ত সেনা ! কটি-তঠে নিবেশিয়! তারা-সম সমুজ্জল চারু চন্দ্র-হার মনঃশিলা-চুর্ণ-লেপ মাখিয়া মুখের পরে করিয়া বাহার, সভয়ে বিস্ময়-ভরে অতি দ্রুত পায় নগর-দেবতা সম চলেছ কোথায় ? শকার – বনে যথা কুকুরেরা মহাবেগে তাড়া করে শৃগাল-পশ্চাতে মোদের আক্রমণে তুমি পলাইছ, মন প্রাণ কাড়ি লয়ে সাথে । বস —০ পল্লবক পল্লবক --গুলো পরভৃতিকে পরভৃতিকে ! শকার –(সভয়ে ) ও পণ্ডিত । এখানে লোকজন আছে দেখচি । বিট –( হাসিয়া ) দূর মূখ —ও যে পরিচারিকাদের ডাক্‌চে। শকার –কি বলচ্ পণ্ডিত ?—ন্ত্রীলোকদের ডাক্‌চে ? ইহার –হা । শকার –স্ত্রীলে’ক একশজন আসুক্‌ না-এখনি আমি তাদের মেরে তাড়িয়ে দেব —তাব জানে না আমি কত বড় বীর । বস —( শূন্যপানে তাকাইয়া ) কি সৰ্ব্বনাশ—আমার লোকজনেরাও যে পিছিয়ে পড়েছে—আচ্ছা আমি তবে আপনাকেই আপনি রক্ষা করব । বিট —ডাকো ডাকো, তোমার লোকজনদেব ডাকো ।