পাতা:মৃচ্ছকটিক.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

૨૭ মৃচ্ছকটিক । স্বল্প-স্মৃতি ব্যসনীর বিদ্যার অর্জন, নিজ-শত্ৰুজন-পরে প্রণয় যেমন, তোমাতে তাহাতে দেখি তেমতি মিলন ; তোম হেরি” তাই সে গো করে পলায়ন ॥ শকার —বসন্তসেনাকে না নিয়ে আমি যাব না । বিট —এ কথাটি কি তুমি কখন শোনোনি ?— স্তম্ভে বাধা যায় হাতি,বলগী-রজু দিয়া হয় অশ্বের বন্ধন, হৃদে বঁধা যায় নারী, তা যদি না পার তবে করহ গমন ॥ শকার –যদি যেতে হয় তুমিই যাও—আমি যাচ্চিনে । বিট —আচ্ছা আমি তবে চল্লেম । ( প্রস্থান ) শকার –পণ্ডিতটা যে চলে গেল। (বিদূষকের প্রতি ) কাক-পদ-টিকি-ওয়াল ওরে বিটলে বাওন! একটু বোস্—একটু বোস । বিদূষক" —আমাদের তো বসিয়েই দিয়েছে—আর বস্ব কি। শকার –কে বসিয়ে দিলে ? বিদূষক —দৈব, আবার কে ? শকার —তবে ওঠ । বিদু।–উঠ ব এক সময়ে । শকার –কখন ? বিদু —যখন দৈব আবার অমুকুল হবেন। শকার —তবে এখন বসে বসে কঁাদ । বিদু –কাদিয়েই তো রেখেছে—আর বাব কি !