পাতা:মৃচ্ছকটিক.djvu/৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৮ মৃচ্ছকটিক । শকার -- চুপি চুপি ) হ্যারে দাস । পণ্ডিত কি সত্যি চলে গেছে ? দাস —হঁী, গেছে । শকার —তবে আয় আমরাও যাই । দাস -প্রভূ, এই অসিটা নিম্। শকার –ওটা তোর হাতেই থাকৃ। দাস।—প্ৰভু এই নিন-আপনার অসি। শকার –( উণ্টো দিকে ধরিয়া ) নিস্তক-মুলার-বর্ণ অসিটিরে কাধে রাখি, সাবধানে কোষ মধ্যে পুরি চলিয়াছি গৃহ পানে * শৃগালের মত, পিছে গরজিছে কুকুর-কুকুরী ॥ ( পরিক্রমণ করিয়া প্রস্থান ) বিদু –দেখ রদনিকে ! তোমার এই অপমানের কথা চারুদত্তের কছে বোলে না—অ্যাকে তো তিনি দারিদ্র্য-কষ্ট ভোগ করচেন, এ কথা শুনলে তার দ্বিগুণ কষ্ট হবে । রদ।—মৈত্রেয় মশায়, আপনি এ বেশ জানবেন, রদনিকার মুখ আলগা নয়। বিদু —তা জানি। গৃহের অভ্যস্তর। চারু —( বসস্তসেনার প্রতি । রদনিকে ! এই সন্ধ্যার বাতাসে রোহসেনের ঠাণ্ড লাগবে, ওকে ঘরের ভিতরে নিয়ে এসো-আর এই চাদরটা দিয়ে ঢেকে আনো (চাদর প্রদান ) বস —(স্বগত) আমাকে ওঁর দাসী বলে মনে করচেন দেখচি ( চাদর লইয়া অভ্রাণ ও সম্পৃহভাবে স্বগত) ও মা ! চাদরটাতে জাতী-ফুলের