পাতা:মৃচ্ছকটিক.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

"లిపి মৃচ্ছকটিক । চারু —আবার ফিরিয়ে দিতে হবে । বস —মশায়! আমার ইচ্ছে, ইনি আমার সঙ্গে গিয়ে আমার বাড়ী পর্যন্ত পৌছে দেন । চারু।--মৈত্রেয় ! ওঁর সঙ্গে যাও । বিদু —তুমিষ্ট এই কল-হংস-গামিনীর সঙ্গে রাজহংসের মত যাও না কেন—এ তোমাকেই শোভা পায়। আমি গরিব ব্রাহ্মণ, রাস্তার চৌমাথায় গেলে লোকগুল কুকুরের মত আমাকে খেতে আসূবে—আমি তা হলে মারা যাব । চারু —আচ্ছা আমি তবে নিজেই 5র সঙ্গে যাচ্চি ! দেখ, রাজপথে যাবার উপযুক্ত মশালগুল জালাও দিকি । বিদু ও বৰ্দ্ধমানক ! মশালগুল জালাওতো হে। দাস —{জনাস্তিকে) আবে, বিনা-তেলে কখন মশাল জালানো যায় ? বিদূ –(জনাস্তিক) ওহে দেখ, আমাদের এই মশালগুল, অপমানিত দরিদ্র নায়কের বেষ্ঠার মত এখন তৈল-শূন্ত ও স্নেহ-শূন্ত ! চারু —মৈত্রেয় ! —মশালে তার কাজ নেই । উদিছে শশাঙ্ক এবে —রাজমীগ দীপ—সাথে লয়ে গ্ৰহগণ, বিরহে বিধুরা অতি কামিনীর গণ্ড সম পাণ্ডুর বরণ। তমে-মাঝে এই রশ্মি কিবা শুভ্র পারা, শুষ্ক পঙ্কোপরি যেন পড়ে ক্ষীরধারা ॥ ( অনুরাগ-সহকারে ) ওগো বসন্তসেনা—এই তোমার গৃহ–এখন প্র,বশ কর । (বসন্তসন অনুরাগ-দৃষ্টিভরে অবলোকন করিয়া প্রস্থান )