পাতা:মৃচ্ছকটিক.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

\థిg মৃচ্ছকটিক । মদ।—ঠাকরণ, কিছু বলচ কি ?—“তার পর তার পর” কেন বলা ? বস —কি আমি বলেছি ? মদ।-বলছিলে “তার পর—তার পর” । বস —{ সভ্রক্ষেপে ) ই, তাই বটে। ( প্রধান দাসী অগ্রসর হইয় ) প্ৰ-দাসী –ঠাকরণ, মা আজ্ঞা করলেন—স্নান করে দেবতাদেব যেন পূজো করা হয়। বস —ওলো ! মাকে বল, আমি আজ স্নান করব না। আর, আমার হয়ে বাওন-ঠাকুরই যেন আজ পূজা করেন। প্র-দাসী –যে আজ্ঞে । মদ –ঠাকরণ, ভালবাসি বলেই একটা কথা জিজ্ঞাসা করচি-- তোমার আজ এরূপ ভাব কেন বল দিকি ? বস —মদনিক, আমাকে তুষ্ট কি রকম দেখচিলু ? মদ –ঠাকরণকে আজ ভারি অান-মন দেখচি–যেন ঠাকরণের প্রাণের ভিতর কেউ আছে—আর, তাকেই পাবার জন্ত প্রাণটা অস্থিব হযেছে । বস —তুই ঠিক বুঝিচিস্। মদনিক, তুই পরেল হৃদয় বুঝতে খুব পণ্ডিত ! মদ –এতে খুব মুখের কথা । তাঁ, বল দিকি ঠাকরুণ, কোন যুবপুরুষকে অনুগ্রহ করে তোমার যৌবন-উৎসবে নিমন্ত্রণ করেছ ?— কোন রাজা না রাজবল্লভ, কার সেবা কববে বল দিকি ? বস —ওলো ; আমি ভালবাসতে চাই, সেবা করতে চাই নে। মদ –কোনও বিদ্যালঙ্কার ব্রাহ্মণ-যুবাকে কি তোমার মনে ধরেছে ? বল —ব্রাহ্মণ আমার পূজনীয় ।