পাতা:মৃচ্ছকটিক.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

बिलौघ्न एहि । wo? মদ –অনেক অনেক নগরে গিয়ে যার ধন-ঐশ্বৰ্য্য খুব বেড়ে গেছে এমন কোন বণিক-যুবকে কি মনে ধরেছে ? বস —ওলো ! খুব ভালবাসা হলেও বণিক যুব প্রণয়িনীকে পরিত্যাগ করে দেশান্তরে চলে ৰায় বলে’, সময়ে সময়ে ভয়ানক বিচ্ছেদ-কষ্ট ভোগ করতে হয় ] মদ।--ঠাকরণ । রাজা নয় —রাজবল্লভ নয়—ব্রাহ্মণ নয়—বণিকও নয—তবে না জানি ঠাকরণের কাকে মনে ধরেছে । বস —ওলো ! তুই আমার সঙ্গে কামদেবের মন্দির-উদ্যানে গিয়ে झिलि कि ? মদ –ঠাকরণ, গিয়েছিলেম বৈ কি । বস —তবে যেন কিছুষ্ট জানিসনে এইরূপ ভাবে জিজ্ঞেস করচিগ্‌ কেন বল দিকি ? মদ।-ও বুঝেছি । ঠাকরণ যার ঘরে আশ্ৰয নিয়েছিলে তিনি বুঝি ? বস।—তার নাম কি ? মদ –সেই যিনি বণিক-পটিতে থাকেন। বস।-ওলো, আমি তার নাম জিজ্ঞাসা করূচি। মদ।--ঠাকরণ তিনি চারুদন্ত মহাশয় । বস –(সহৰ্ষে) বাঃ ! মদনিক তুষ্টতো ঠিক বুঝিচিস্ । মদ –কিন্তু ঠাকরণ, শুনতে পাই নাকি তিনি দরিদ্র। বস।—সেই জন্তই তো আমি তাকে চাই। বেণ্ডারা দরিদ্র পুরুষে আসক্ত হলে লোকে তাদের ভারি নিনা করে, আমি তা জানি । মদ –ঠাকরণ, সহকার-বৃক্ষ পুপহীন হলে মধুকরেরা কি আর তার সেবা করে ? বস। সেই জন্ত পুরুষদেরই তো মধুকর বলে।