পাতা:মৃচ্ছকটিক.djvu/৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ه/ع তাহা বসন্তসেনার ভবন-বিভবের বর্ণনা পাঠ করিলেই বিলক্ষণ উপলব্ধি হয় | সে সময়কার সরল বিচার-পদ্ধতিতে যদিও এখনকার স্তায় ততটা বৈজ্ঞানিক মুম্বক্ষত ছিল না, তবু দেখা যায়, সুবিচারের দিকে বিবারপতির বিশেষ দৃষ্টি ছিল এবং বিশুদ্ধ রীতি অনুসারেও বিচার-কাৰ্যা সম্পাদিত হইত। তবে, দণ্ড বিধানের ক্ষমতা রাজার হস্তে থাকায, বাস্তবিক সুবিচার হওয়া না হওয়া অনেকটা রাজার উপর নির্ভর করিত। এই নাটকটি আলঙ্কারিক কৃত্রিমতা হইতে অনেক পরিমাণে মুক্ত। যেযে স্থলে হাস্ত-রসের প্রসঙ্গ আছে তাহ “বিদুষক”-শ্রেণীয় হাস্তরস অপেক্ষ উচ্চদরের—তাহাতে বেশ একটু নুতনত্ব আছে । এবং ইহার করুণ রসের উক্তিগুলিও স্থান-বিশেষে মৰ্ম্মম্পর্শী—অতীব স্বাভাবিক । আমাদের নিকট এই নাটকটির আর একটি বিশেষ মূল্য এই— সেই সময়কার আইন-আদালৎ পুলিস-চৌকিদার রীতি-নীতি আচারব্যবহার—এক কথায় সমস্ত নাগরিক জীবনের চিত্র ইহাতে জীবস্তুরূপে চিত্রিত দেখিতে পাওয়া যায় । ফল কথা, এই শ্রেণীর নাটক সংস্কৃত সাহিত্যের মধ্যে আর দ্বিতীয় নাই বলিলে অত্যুক্তি হয় না।