পাতা:মৃচ্ছকটিক.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8일, , মৃচ্ছকটিক । এক-পা গগনে তুলে এক-পা ভূতলে যাবৎ ভাস্কর রবে, থাকৃতে হবে ঝুলে । মাথুর।-দাও দাও, তোমার সেই টাকাটা দাও । ংবা –কোথ, থেকে দেব ? ( মাথুরের টানাটানি) দছ।—একি! সম্মুখে একি হচ্চে ? ( আকাশে ) কি বলেন ? আড্ডাধারী এই জুয়ারির প্রতি অত্যাচার কর্চে ?—কেউ ছাড়িয়ে দিচ্চে না 7–আচ্ছ। আমি দুদুর আমিই ছাড়িয়ে দিচ্চি। (সম্মুখে অগ্রসর হইয়া ) —সরে যাও—সরে’ যাও,—যাবার পথ দেও ! ( দেখিয়া ) একি ! সেই ধূৰ্ত্ত মাথুর যে ! আর এই যে সেই বেচারা সংবাহক । স্বৰ্য্যাস্ত পৰ্য্যস্ত যে গো, নাহি থাকে নত-শিরে সুলম্বিত ভাবে, লোষ্ট্রের ঘর্ষণে যার পৃষ্ঠদেশ নাহি ছায় কাল শিরা-দাগে, অহরহ জজঘা যার জুয়ারি-কুকুর সবে না করে চর্বণ, কোমলাঙ্গ সে জনের জুয়ার খেলায় বল কিবা প্রয়োজন ? আচ্ছ, মাথুরকে আমি ঠাও করচি। (নিকটে আসিয়া ) মাথুর নমস্কার ! মাথুর —নমস্কার! দছ –ব্যাপারটা কি ? মাখু —এ লোকটা দশ মুবর্ণ আমার ধারে । দছ।—এ তে সামান্ত কথা । - মাখু —(দছরের বগলে পুটুলি-পাকানো চাদর টানিয়া) দেখুন