পাতা:মৃচ্ছকটিক.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

38 মৃচ্ছকটিক । মাখু —ওরে সংবাহক, দশ স্ববর্ণ এখনি দে। সংবা —আজ দেব গো দেবো । (মাধুর সংবাহককে ধরিয়া টানাটানি) দছ —মূখ, অসাক্ষাতে যাই করিস না কেন, আমার সামনে ওকে ও রকম ক’রে কষ্ট দিতে পারবি নে । ( মাথুর সংবাহককে টানিয়া নাসিকাগ্রে মুষ্টি প্রহর, সংবাহক রক্তাক্ত ও মুচ্ছিত হইয়া ভূতলে পতন—দছরক অগ্রসর হইয়া উভয়ের মধ্যে আগমন—মাথুর ও দছরকের মধ্যে মারামারি ) মাখু —পাজি বেশু-পুত্র কোথাকারে, এর ফল তুই পাবি। দছ —ওরে মূখ, তুষ্ট আমাকে আজ রাজপথে মালি, আচ্ছ কাল তুই আমাকে রাজবাড়ীতে গিয়ে মারিস, তখন মজাটা দেখতে পাবি ৷ মাখু —আচ্ছ তা দেখা যাবে। দগ্ধ –কি রকম ক'রে দেখবি বল দেখি। মাখু –চক্ষু প্রসারিত করিয়) এই রকম ক’রে দেখব । (দস্তুর মাথুরের চক্ষে ধূলি নিক্ষেপ করিয়া সংবাহককে পলাইতে সংঙ্কেত করণ। মাথুর চক্ষের যাতনায় ভূতলে পতন —সংবাহকের পলায়ন) দছ –(স্বগত) প্রধান আড্ডাধারী মাথুরের সঙ্গে আমার বিরোধ হ’ল—এখানে আর থাকা উচিত হয় না । আমার প্রিয় সখা শবিলক আমাকে বলেছিলেন, আর্য্যক নামে কোন গোয়ালার ছেলে রাজা হবে বলে একজন সিদ্ধ পুরুষের আদেশ হয়েছে—তাই আমার মত লোক সবাই এখন তার পিছনে ছুটেচে—তা, আমিও কেন তার ওখানে যাই नां । (थहोंन)