পাতা:মৃচ্ছকটিক.djvu/৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ぐり शुक्रकछैिक । জুয়ারি –কর্তা ! সে বসত্তসেনার বাড়ীতে ঢুকেচে । মাখু —তবে আমার দশ সুবর্ণ গেল দেখচি। জুয়া।—আসুন, রাজবাড়ীতে গিয়ে নালিশ করি। মাখু --তা হলে ধূৰ্ত্তটা এষ্ট দিক থেকে বেরিয়ে অন্য দিক দিয়ে পালিয়ে যাবে ; এখন তার পালাবীর পথ বন্ধ করে তাকে ধরতে হবে । বসন্ত-সেনার গৃহ। (বসন্তসেনা মদনিকাকে সঙ্কেত করণ ) মদ –কোথ, থেকে আছেন মশায় ? আপনি কে মশায় ? নিবাস কোথায় মশায় ? কি কাজ করেন মশায় ?—কার ভয়ে পালিয়ে এসেছেন মশায় ? ংবা I–শোনো ঠাকরণ বলি। ঠাকরণ, পাটলিপুত্র আমার জন্মভূমি, আমি গৃহস্থ-সন্তান, গা টিপে দেওয়া আমার ব্যবসা । বস।--আপনি তো বেশ একটা সুকুমার কলা শিক্ষা করেছেন দেখচি। ংবা । ঠাকরণ, প্রথমে সখ, করে এই বিদেটি শিক্ষা করি, কিন্তু এখন এটি আমার উপজীবিকা হয়ে দাড়িযেছে । দাসী ।—উত্তরটাতে মনের কষ্ট প্রকাশ পাচে । তার পর—তার পর ? ংবা।--তার পর ঠাকরণ, ভিক্ষুকদের মুখে শুনে নুতন দেশ দেখবার কৌতুহল হওয়ায় এখানে আমি এলেম। এখানে এসে উজ্জয়িনী নগরে প্রবেশ করে এক জন বড় লোকের সেবা শুশ্রুষায় নিযুক্ত হলেম-তিনি এমন প্রিয়দর্শন ও প্রিয়বাদীযে কি বলা—তিনি দান করে প্রকাশ করেন না, ও অপকারের কথা ভুলে যান। অত কথায় কাজ কি, এমনি র্তার দয়া-দক্ষিণ্য যে, পরকে তিনি আপনার মত দেখেন ; তা ছাড়া, তিনি শরণাগত-বৎসল ।