পাতা:মৃচ্ছকটিক.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক । 8邻 দাসী –ঠাকরণের যিনি মনের মানুষ তারই গুণ চুরি করে না জানি কে এখন উজ্জয়িনী-নগর অলস্কৃত করচেন ? १ -७rण छूहे कि रागनि-ञांभि७ उॉहे भान मान उांवছিলেম । দাসী –তার পর মশায়, তার পর ? ংবা I–ঠাকরণ, তিনি করুণার বশবর্তী হয়ে দান করে করে’. বসং —র্তার ধন নিঃশেষ হয়ে গেল ? সংবা –না বলতে বলতেই আপনি কি করে জানতে পারলেন ? বসং —এ আর জানতে কি—ধন-ঐশ্বৰ্য্য দুর্লভ বস্তু—যে পুষ্করিণীর জল কেউ পান করে না, তাতেই অনেক জল থাকে। দাসী —মশায়, তার নামটি কি ? সংবা —ঠাকরণ, সেই ধরণীচন্দ্রর নাম কে না জানে ? তার বণিকপটিতে বাস। তার লোকপূজ্য নাম শ্ৰীযুক্ত চারুদত্ত। বসং —( সহৰ্ষে আসন হইতে নামিয়া ) তারই কোন আত্মীয়ের এই গৃহ । ওলো, একে বস্তে আসন দে। তাল-পাখা নিয়ে আয় । ও'র অত্যন্ত পরিশ্রম হয়েছে । ( দাসীর তথাকরণ ) সংবা –(স্বগত ) কি আশ্চৰ্য্য ! চারুদত্তের নামকীর্তনেই আমার এত আদর ? সাধু আৰ্য্য-চারুদন্ত সাধু। পৃথিবীতে তুমিই জীবিত— আর সকলে কেবল শ্বাসপ্রশ্বাস ত্যাগ করে মাত্র ( পদতলে পড়িয়া ) থাক্ ঠাকরণ থাকৃ—ঠাকরণ আপনি আসনে বসুন। বসং —(আসনে বসিয়া ) মহাশয়, সে পাওনাদার কোথায় ? ংবা –সদাচাই সাধুর এক ঐশ্বৰ্য্য-সম্বল, - ধন-অর্থ কার নাহি হয় চলাচল ?