পাতা:মৃচ্ছকটিক.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

& 8 মৃচ্ছকটিক । অপিচ :– শস্ত-লুব্ধ বলীবর্দ না মানে বারণ, পর-স্ত্রী-আসক্ত জন না মানে বারণ, দূতাসক্ত নর কভু না মানে বারণ, স্বাভাবিক দোষ কভু না মানে বারণ ॥ । কতক্ষণ হল চারুদন্ত মহাশয় গীত-বাদ্য শুনতে গেছেন—অৰ্দ্ধ রাত্রি হয়ে গেল তবু এখনও এলেন না । ততক্ষণ আমি তবে বা’র-দরজার দালানে ঘুমুইগে। (তথা করণ) দৃশ্য—চাৰুদত্তের গৃহের বাহির । চারুদত্ত ও বিদূষকের প্রবেশ । চারু —ওহে ওহে ! “রেভিল” কি চমৎকার গেয়েছিল । আর, তার বীণাযন্ত্রটি অসমুদ্রোৎপন্ন রত্ন বিশেষ । উৎকণ্ঠিত-জন-সখী, —বীণা হৃদি-বেদন জুড়ায়, বিলম্বিলে প্রণয়িনী —উৎকৃষ্ট বিনোদ উপায়। প্রেয়সী-বিরহাতুর প্রণয়ীর সাত্মনা-কারণ, প্রেমিকের প্রেমানল বীণা করে আরো উদ্দীপন ॥ বিদু —ওহে ! এসো গৃহে যাওয়া যাক্ । চারু —আহা ! সঙ্গীত-পণ্ডিত রেবিল কি সুন্দর গেয়েছিল !