পাতা:মৃচ্ছকটিক.djvu/৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

«» মৃচ্ছকটিক । শবিলকের প্রবেশ । শর্বি — ঘাঁহাতে সহজে দেহ হয় গো প্রবেশ হেন সিধ-পথ গৃহে করিয়া বিশেষ শিক্ষা-বলে দেহ-বলে, আমি তার পর ভূ-বিবরে ঘষি পাশ্ব, যথা বিষধর পশিব পোলোস ছাড়ি ঘরের ভিতর ॥ ( আকাশ অবলোকন করিয়া সহর্ষে ) কি ?—ভগবান শশাঙ্কদেব কি অস্ত যাচ্চেন ?- হঁ। তাইতো, রাজপুরুষের ভয়ে, সশঙ্কিত প্রসিদ্ধ যে বীর পরগৃহ লুটিবারে, সাবধানে চলে অতি পীর ; তম-আবরিণী নিশি জননীর প্রায় যতনে আবৃত করি রাখেন তাহায় ॥ বাগানের জমিতে সিদ্ধ কেটে বাড়ীর মধ্যে প্রবেশ করেছি--এইবার ঘরের দেওয়ালে সিদ্ধ কাটি । স্ববিশ্বস্ত নিদ্রাকালে যার বৃদ্ধি হয় সেই চৌর্য "নীচ অতি”–সাধুজনে কয়, “বঞ্চনায় বল তার—চৌর্য শৌর্য্য নয় ।” স্বাধীন এ চোৰ্য্য ভাল আমি কিন্তু বলি, করিতে না হয় সেবা হয়ে কৃতাঞ্জলি । অশ্বথামা এই পথ করে প্রদর্শন নরপতি সোপ্তিকেরে করিয়া নিধন । এখন সিন্ধটা কোথায় কাটি ।