পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौग्न अझ । や> এইবার মাপ-জোক্ করে কৰ্ম্ম আরম্ভ করি । (তথা করিয়া অবলোকন) এই সিধে কেবল একটা ষ্ট'ট এখন বাকি আছে । উঃ! আমাকে সাপে কামড়েছে । (যজ্ঞোপবীতে অঙ্গুলি বন্ধন করিয়া বিষ-বেগের অভিনয় । পরে চিকিৎসা করিয়া ) যাকৃ—ভাল হয়ে গেছে । ( পুনৰ্ব্বার কার্য্যারম্ভ ও অবলোকন ) এ কি ! একটা প্রদীপ জলছ নাকি ?—ষ্ঠা তাইতো । প্রদীপ-শিখাটি ওই সুবর্ণ-বরণ, সিধ-মুখ দিয়া আলো হয় নিগমন । চারিধার অন্ধকারে রয়েছে বেষ্টিত, সুবর্ণের রেখা যেন নিকষে স্থাপিত ॥ - ( পুনৰ্ব্বার কার্য্যারম্ভ ) সাক্, সি ধটা শেষ হয়েছে। এইবার তবে প্রবেশ করি। না, এখনও প্রবেশ ক’রে কাজ নেই—আগে ভেবে দেখি (চিন্তা করিয়া ) কেউ কি নেই ? কাৰ্ত্তিক ঠাকুরকে প্ৰণাম । (প্রবেশ করিয়া দর্শন) এই যে দুজন লোক ঘুমক্ষে। আচ্ছ, পালাবার জন্ত বাহিরের দরজাটা খুলে রাখি। আঃ ! পুরোণে বাড়ী বলে কপাটটায় ক্যাঁচ-কোচ শব্দ হচ্চে, তা দেখি যদি কোথাও একটু জল পাই। জল না জানি কোথায় আছে। (ইতস্ততঃ দৃষ্টি করিয়া জল লইয়া ভয়ে ভয়ে কপাটে জল নিক্ষেপ) না, কাজ নেই—জল ভূমিতে পড়ে’ শব্দ হচ্চে। এ পর্য্যন্ত তো এক রকম হল । (পৃষ্ঠে ভর দিয়া কপাট উদঘাটন)—এখন তবে পরোখ করে দেখি এরা মিছিমিছি ঘুমক্ষে, না সত্যিই বুমক্ষে । (নানাপ্রকার ভয় দেখাইয়া ও পরীক্ষা করিয়া) বোধ হয় সত্যিই ঘুমক্ষে। তাই বটে নিশ্বাস নিদ্রার মাঝে পড়িছে সমান ; তাই বলি, নাহি কোন আশঙ্কার স্থান।