পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৬২ মৃচ্ছকটিক । গাঢ়তর নিমীলিত নয়ন যুগল, নহেক কৃত্রিম, নহে তারকা চঞ্চল । শিথিল দেহের সন্ধি, শয্যা-সীমা অঙ্গগুলি করে অতিক্রম। সম্মুখে রয়েছে দীপ মিথ্যা নিদ্রা হলে হ'ত নেত্রের পীড়ন ॥ (চারিদিকে অবলোকন করিয়া) একি! মৃদঙ্গ যে, এই দর্দুর, এই ভেরী, এই বীণা, এই সব বঁশি, এই সব পুস্তক, তবে কি এটা নাট্যচার্য্যের বাড়ী ? আমি কি একটা বড় বাড়ী দেখেই প্রবেশ করেছি ? তবে লোকটা কি নিতান্ত দরিদ্র ? অথবা রাজার ভয়ে, চোরের ভয়ে টাকা কড়ি মাটির ভিতর পুতে রেখেছে ? আমি শৰ্ব্বিলক শৰ্ম্ম, মাটিতে-পোত ধন সেতো আমারি । বীজ ফেলে দেখি (তথা করণ) কৈ—বীজ পড়ে’ তো ফুলে উঠল না । লোকটা নিতান্তই দরিদ্র বটে। তবে আর এখানে কি হবে, যাওয়া যাক্ । বিদু –(স্বপ্নে কথা কহন) দেখ সখা! সিধ দেখা যাচ্চে, চোর এসেছে, এই স্বর্ণ অলঙ্কারগুলি তুমি রাখে । শৰ্ব্বি —দরিদ্রের বাড়ীতে প্রবেশ করেছি বলে আমাকে কি উপহাস করচে ?—তবে কি একে যমালয়ে পাঠাব ? অথবা লঘু প্রকৃতি বলেই এইরূপ স্বপ্ন দেখচে ? (দেখিয়া) এই যে i ছেড়া-খোড়া স্নানের গামছায় বাধা সত্যই কতকগুলি অলঙ্কার, প্রদীপের আলোয় ঝকমক্‌ করচে–আচ্ছা নেওয়া যাক। কিন্তু না, আমার মত তুল্যাবস্থার ভদ্র সন্তানকে কষ্ট দেওয়া উচিত নয়—আমি তবে যাই । বিদু –(স্বপ্নে) দেখ সখী ! তোমার গোত্ৰাহ্মণের দিব্যি, যদি এই অলঙ্কারগুল তুমি না নেও ।