পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় অঙ্ক । \ు(t রদ –(ভয়ে ভয়ে গিয়া ) সৰ্ব্বনাশ হয়েছে ! সৰ্ব্বনাশ হয়েছে। আমাদের ঘরে সিদ্ধ কেটে চোর বেরিয়ে যাচ্চে । আচ্ছা আমি গিয়ে মৈত্রেয়কে জাগিয়ে দি । ও মৈত্রেয়-মশায় ! উঠুন উঠুন—আমাদের ঘরে সিদ্ধ কেটে চোর পালিয়ে গেল । রদ –( উঠিয়া ) আরে বেটি বলিস্ কি ?—সিদ্ধ কেটে চোর পালিয়ে গেল ? বিদু —আরে, বেটি বলি কি ?—দ্বিতীয় দরজাটা খোলা ? চারুদন্তু! সখী ! ওঠে ওঠে, আমাদের ঘরে চোর সি ধকেটে পালিয়েছে । চারু —তা হোক—তোমার আর পরিহাস করতে হবে না । বিদু।–ওহে পরিহাস না—তুমি বরং নিজে এসে দেখ। চারু —কোন খানে ? বিদু —এই খানে । চারু —( দেখিয়া ) হইয়াছে উৰ্দ্ধ হতে সিধ-মাঝে ইষ্টক পতন, সংকীর্ণ উপরিভাগ, মধ্যদেশ বিপুলায়তন । অযোগ্য জনেরা যেথা প্রবেশিতে মনে পায় ভয় ফাটিয়া গিয়াছে সেই সুবৃহৎ হৰ্ম্ম্যের হৃদয় । এই কাজে কি চমৎকার দক্ষতা প্রকাশ পাচ্চে । বিদু।–দেখ বয়স্ত! দুজনের মধ্যে একজন নিশ্চয়ই এই সিধট &