পাতা:মৃচ্ছকটিক.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छूडौम्न अझ । . \ፃ বিদু –দেখ, আমি যখন তোমায় বল্লুম, “তোমার হাত ঠাণ্ডা” সেই সময়ে । চারু । —না, এ কথা কখনও হয় নি। (চারিদিক দেখিয়া সহৰ্ষে) সখা, একটা সুসংবাদ দি । বিদু।–কি ! চুরি হয় নি ? চারু —ই, চুরি হয়েছে। বিদু —তবুও মুসংবাদ ? চারু –চোরের কার্য্য সিদ্ধি হয়েছে, তাই বল চি । বিদু —সে যে গচ্ছিত বস্তু । চারু –কি ?—সেই গচ্ছিত বস্তু ? (মূচ্ছিত ) বিদু।–সখা শান্ত হওঁ। যদি গচ্ছিত দ্রব্য চোরেই নিয়ে থাকে, তবে তুমি মূৰ্ছা যাও কেন ? চারু –(সংজ্ঞা লাভ করিয়া ) সখা ! বিশ্বাস কে করিবেগে প্রকৃত কথায় ? ংশয় সকল জনে করিবে আমায় । . এ সংসারে দরিদ্রতা প্রতাপ-রহিত তাইতো থাকিতে হয় সদা সশঙ্কিত। হয় হায় ! কি কষ্ট ! প্রবৃত্তি দিলেন বিধি চোরেরে হরিতে মোর ধন, নৃশংস আরো কি চান্‌ দুষিতে এ চরিত্র-রতন ? বিদু —আমি একেবারে অস্বীকার করব। কে দিয়েছে ?-কে নিয়েছে ? — কেই বা সাক্ষী ?