পাতা:মৃচ্ছকটিক.djvu/৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e মৃচ্ছকটিক । চার –কি ?—আমার উপর ব্রাহ্মণীর দয়া হয়েছে ? হায় ! আমি এখন দরিদ্র । নিজ ভাগ্যদোষে আমি হারায়েছি দেখ সখা সরবস্ব ধন, স্ত্রীধন আমি কি এবে অনুগ্রহ মনে করি’ করিব গ্রহণ ? নর অর্থাভাবে নারী, নারী সে পুরুষ হয় অর্থের কারণ ॥ কিন্তু না—আমি দরিদ্র নই। কেন না— অনুগত ভাৰ্য্য মোর বিভবে অভাবে মুখে দুখে সখা তুমি গাঢ় অন্তরাগে । সত্য য ফুল্লভ অতি ধনহীন জনে হইনি তাহতে ভ্ৰষ্ট জানি আমি মনে ॥ মৈত্রেয় ! এই রত্নমালা নিয়ে বসন্তসেনার কাছে যাও, আমার নাম করে তাকে বলগে, “তোমার সেই স্বর্ণ-অলঙ্কারগুলি আমার নিজের মনে করে আমি দূত ক্রীড়ায় হারিয়েছি—তার পরিবর্তে এই রত্নমালাটি দিচ্চি, গ্রহণ কর।” বিদু –সেই অল্প-মূল্য তুচ্ছ অলঙ্কারের পরিবর্তে চতুঃসাগরের সারভূত এই রত্নমালাটি দেওয়া কোনমতেই উচিত নয়। চারু —সখা—না না, ও, কথা বোলে! না । যে মহা বিশ্বাস-ভরে রেখেছিল মোর কাছে স্বর্ণ-অলঙ্কার, এই মহামূল্য দিয়ে গুধিতেছি আমি সেই বিশ্বাসের ধার ॥