পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१२ মৃচ্ছকটিক । বসং —ওলো মদানকে ! দত্ত-মশায়ের চিত্রটা কি তার মত ঠিকৃ হয়েছে ? মদ –ঠিক্‌ হয়েছে। বসং —কি করে জান্‌লি ঠিক হয়েছে ? মদ।--ঠাকরণ যখন ভালবাসার চোখে একদৃষ্টে দেখ চেন তখন অবিপ্তি ঠিক্‌ হয়েছে। বসং —বেগুলিয়ের ভালবাসার কথা কি বলচি ? মদ —লারা বেশু্যালয়ে বাস করে, তাদের সব সময়েই কি কপট ভালবাসা ? বাং !—দ্যাপ, লেখার নানা পুরুষের সংসর্গ করে, কাজেই তাদের কপট ভালবাসা দেখাতে হয় । মদ –কি বল ঠাকরণ, যখন আপনার চোখ ও প্রাণ দুই-ই চিত্রটির উপর পড়ে আছে, তখন কি আর তার কারণ জিজ্ঞাসা করতে হয় ? ং —দ্যাগ, সখীরা এই জন্ত আমাকে বোধ হয় উপহাস করে।

  • :

মদ –ন ঠাকরণ তা নয়—রমণীর সর্থীদের ভালবাসা, ভালবাসার চোখেই দেখে থাকে । প্রধান দাসী —মঠাকরণ আজ্ঞা করচেন, “খিড়কির দরজায় গাড়ি তৈরি আছে, আপনি ঘোমটা দিয়ে সেইখানে যান ।” বসং ।–চারুদত্ত-মশায় কি আমাকে নিয়ে যাবেন ? প্রদাসী –ঠাকরণ! সেই গাড়িতে দশ সহস্ৰ সুবর্ণ মূল্যের অলঙ্কার ও পাঠিয়েছেন । বসং —কে পাঠিয়েছে ? প্র-দাসী –রাজার শাল সংস্থানক । বসং —{সক্রোধে ) দূর হ ! আমাকে আর ও কথা বলিসূনে।