পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ৭৩ প্র-দাসী –ঠাকরণ রাগ করবেন না, মা আমাকে দিয়ে এই কথা বলে’ পাঠিয়েছেন। * বসং —এই কথা তিনি বলে’ পাঠিয়েছেন বলেই আমি রাগ করুচি । প্র-দাসী –মাঠাকরণকে তবে কি বলা বলুন। বসং -এই কথা বলিস্ “আমি বেঁচে থাকি এই যদি তার মনোগত ইচ্ছে হয়, তা হলে মা যেন আর এরূপ কথা আমাকে বলে’ না পাঠান ৷” প্ৰ-দাসী –তা, আপনার যা ইচ্ছে । ( প্রস্থান ) শৰ্ব্বিলকের প্রবেশ । শৰ্ব্বি —নিশিরে করিয়া আমি সকলের নিনার ভাজন, নিদ্রারে করিয়া জয়, এড়াইয়া নৃপ-রক্ষাজন, হইয়াছি স্বৰ্য্যোদয়ে স্নান-রশ্মি শশাঙ্ক যেমন ॥ অপিচ :– সচকিত শশব্যস্ত আমি যবে করিগে গমন, যদি কেহ দ্রুতগতি আসি’ মোরে করে নিরীক্ষণ, দাড়ায়ে থাকিলে কিম্বা দ্রুত যদি কাছে আসে কেহ, দোষী অন্তরাত্মা মোর সবারেই করে গো সন্দেহ ; —নিজ দোষে সদা নর সশঙ্কিত বিকম্পিত-দেহ ॥