পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 মৃচ্ছকটিক । আমি শুধু মদনিকার জন্তই এই দুঃসাহসিক কাজ করেছি। কোথাও বা পত্নীসনে করে পতি কথোপকথন, তাহারে করিয়া ত্যাগ অন্ত স্থানে করেছি গমন । কোথাও বা দেখি গৃহে নর নাই নারীই কেবল, শাস্ত্ৰ-মতে তখনিগে৷ করিয়াছি ত্যাগ সেই স্থল । নিকটে আসিলে রাজ-প্রহরীর দল গৃহ-দারু সম আমি হয়েছি অচল । এইরূপ উপায় করিয়া শত শত রজনীরে দিবসে করিনু পরিণত ॥ ( পরিক্রমণ ) বসং —দাখি, এই চিত্র-ফলকটি আমার শোবার ঘরে রেখে’ শীঘ্র একটা তালপাতার পাখা নিয়ে আয় । মদ —যে আজ্ঞা ঠাকরণ । গৃহের বাহিরে। শৰ্ব্বি —এইটি তো বসস্তসেনার বাড়ি, এইবার প্রবেশ করা যাকৃ। গৃহের অভ্যন্তর। ( প্রবেশ করিয়া ) মদনিকাকে ন জানি কোথায় দেখতে পাওয়া যাবে ! ( দেখিয়া ) এই যে মদনিক । আহ ! আহা ! রূপে মদনের চিত্ত করিয়া বিজয় বিমোহিনী মূৰ্ত্তিমতী রতি শোভে যেন!