পাতা:মৃচ্ছকটিক.djvu/৮৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ግ¢ অনঙ্গে তাপিত ছিল এ মোর হৃদয়, হইল এখন যেন শীতল চন্দন ॥ মদনিকে — মদ –( দেখিয়া ) ওমা ! এ কি ! শৰ্ব্বিলক যে ! এসো এসো— কোথায় তুমি ? শৰ্ব্বি –একটা কথা বলা । ( পরম্পরকে অনুরাগের সহিত দর্শন) বসং —(স্বগত) মদনিকার দেরি হচ্চে—কোথায় না জানি সে— এই যে, একজন কোন পুরুষের সঙ্গে কথা কচ্চে। অত্যন্ত অমুরাগের সহিত এক দৃষ্টে দেখছে—যেন কি অমৃত একেবারে শুষে পান কচে । তাই মনে হচ্চে, ঐ লোকটা এর দাসত্ব মোচন করতে ইচ্ছুক। আচ্ছ, ওগো ! ভাল বাসে—ভাল বাসো—প্রাণ ঢেলে ভাল বাসে । কারও প্রেমে আমি ব্যাঘাত করতে চাই নে-ন—ওকে আর আমি ডাকব না । মদ —শৰ্ব্বিলক-বল, কি কথা আছে । শৰ্ব্বি —( সভয়ে চারিদিক অবলোকন ) । মদ –শৰ্ব্বিলক ! ব্যাপারটা কি ?—তোমাকে সশঙ্কিত দেখছি যে ? শৰ্ব্বি –তোমাকে একটা গোপনীয় কথা বলা—এ স্থানটা নির্জন তো ? মদ –না, এখানে কেউ নেই । বসং —(আড়াল হইতে ) কি ! গোপনীয় কথা ?—তবে শুল্ব না। শৰ্ব্বি ।--মদনিকে । উপযুক্ত মূল্য দিলে বসন্তসেনা কি তোমাকে দাসত্ত্ব হতে মুক্তি দেবেন মনে হয় ? বসং —আমার সম্বন্ধে কি একটা কথা বলচে না ?—তবে আমি এই গবাক্ষের আড়াল থেকে শুনি ।