পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ অঙ্ক। ԵԹ উত্তেজিব জ্ঞাতি সবে, নগরের যত ধূৰ্ত্তগণে, আর যারা হইয়াছে খ্যাতনামা আপন বিক্রমে, রাজ-অপমানে রুষ্ট আছে যত নৃপ-ভৃত্যগণ, সুহৃৎ-মোচন তরে সবারে করিব উত্তেজন ; —উদয়নে উদ্ধারিল যথা মন্ত্রী যৌগন্ধরায়ণ ॥ অসাধু রিপুর দল ভয় পেয়ে মনে ধরেছে সুহৃদ্বরে অতি অকারণে । রাহুগ্ৰস্ত শশি-সম সখারে আমার এখনি করিব গিয়ে সবলে উদ্ধার ॥ ( প্রস্থান ) দৃশ্য।—বসন্তসেনার গৃহের কক্ষ। দাসীর প্রবেশ । দাসী –ঠাকরণ ! আপনার আজ বড় সৌভাগ্য, শেঠ জি চারুদত্তের ওখান থেকে একজন ব্রাহ্মণ এসেছেন । বসং —আহা! আজ আমার সৌভাগ্যই বটে ! ওলো দ্যাখ, খুব আদর যত্ন করে বন্ধুলকে সঙ্গে করে নিয়ে আয় । দাসী –যে আজ্ঞে ঠাকরণ । ( প্রস্থান ) _