পাতা:মৃচ্ছকটিক.djvu/৯৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মৃচ্ছকটিক । ہ&مb দৃশ্য।—বসন্তসেনার ভবনের সম্মুখে রাজপথ । বন্ধুলের সহিত বিদূষকের প্রবেশ । বিদু।–হি! হি! হি! বলি ওগো, যেমন রাক্ষসরাজ রাবণ কঠোর তপস্তার ক্লেশ ভোগ করে’ পুস্পক-রথে গমন করেছিলেন, শৰ্ম্ম তেমনি তপশ্চর্য্যার ক্লেশ স্বীকার না করেও এই নগর-নারীটির সঙ্গে কেমন আয়েষে চলেছে ! দাসী —মশায় দেখুন এই আমাদের বাড়ির দরজা । বিদু —(অবলোকন করিয়া সবিস্ময়ে ) বাঃ কি চমৎকার! ভূমিটি কেমন জল দিয়ে ধোয়া—পরিষ্কার পরিচ্ছন্ন, মাজা-ঘসা—গোময-লিপ্ত, আর নানাপ্রকার ফুল দিয়ে সাজানো । হাতির দাতের উন্নত তোরণটি যেন গগনতল দেখবার কৌতুহলে বহু-উদ্ধে মাথা তুলে আছে। তা থেকে আবার মল্লিকার মালা সব ঝুলে ঝুলে পড়েছে—দেখে যেন ঐরাবতের শূড় বলে ভ্রম হয় । তোরণের উপর সৌভাগ্য-পতাকা উড়চে —মনে হয় বাতাসে ছলতে তুলতে আঙ্গুল নেড়ে যেন আমাদের ডাক্‌চে। আর, হিরণ্যকশিপুর বক্ষঃস্থলের মত বজ্র-কঠিন ঘন-নিবিষ্ট লৌহ-কীলক-বদ্ধ দুর্ভেদ্য কনক-কপাটেরি বা কি শোভা —দেখে, দরিদ্রের মনে বৃথা আশার সঞ্চার হয়ে কষ্ট উপস্থিত হয়—আবার যে নিতান্ত উদাসীন তারও দৃষ্টি যেন সবলে ঐ দিকে আকৃষ্ট হয়। দাসী —আসুন মশায়, এই একের মহলে আসুন।