পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

चप्रस्ट्रियकांट्रल $4 ইলেন যে, পশুপতির গৃহ ভস্মীভূত হইয়া ভূমিসাৎ হইয়াছে। তখন ব্রাহ্মণ অষ্টভুজার ঞ্জি ভন্ম হইতে উদ্ধার করিয়া আপন গৃহে স্থাপন করিবার সঙ্কল্প করিলেন । যবনের গর লুঠ করিয়া তৃপ্ত হইলে, বখতিয়ার খিলিজি অনৰ্থক নগরবাসীদিগের পীড়ন নিষেধ রিয়া দিয়াছিলেন। স্থতরাং এক্ষণে সাহস করিয়া বাঙ্গালীর রাজপথে বাহির ইতেছিল। ইহা দেখিয়া দুর্গাদাস অপরাহ্লে অষ্টভুজার উদ্ধারে পশুপতির ভবনাভিমুখে Iাত্রা করিলেন । পশুপতির ভবনে গমন করিয়া, যথায় দেবীর মন্দির ছিল, সেই প্রদেশে গলেন। দেখিলেন, অনেক ইষ্টকরাশি স্থানান্তরিত না করিলে, দেবীর প্রতিমা বহিষ্কৃত চরিতে পারা যায় না। ইহা দেখিয়া ছৰ্গাদাস আপন পুত্রকে ডাকিয়া আনিলেন । ষ্টক সকল অৰ্দ্ধ দ্রবীভূত হইয়া পরস্পর লিপ্ত হইয়াছিল—এবং এখন পৰ্য্যন্ত সম্ভপ্ত ছিল। পতাপুত্রে এক দাধিক হইতে জল বহন করিয়া তপ্ত ইষ্টক সকল শীতল করিলেন, এবং হুেকষ্টে তন্মধ্য হইতে অষ্টভুজার অমুসন্ধান করিতে লাগিলেন। ইষ্টকরাশি স্থানান্তরিত ইলে তষ্মধ্য হইতে দেবীর প্রতিম আবিষ্কৃত হইল। কিন্তু প্রতিমার পাদমূলে—এ কি ? দভয়ে পিতাপুত্র নিরীক্ষণ করিলেন যে, মমুন্যের মৃতদেহ রহিয়াছে। তখন উভয়ে মৃতদেহ উত্তোলন করিয়া দেখিলেন যে, পশুপতির দেহ। বিস্ময়সূচক বাক্যের পর দুর্গাদাস কহিলেন, “যে প্রকারেই প্রভুর এ দশ হইয়া থাকুক, ব্রাহ্মণের এবঞ্চ প্রতিপালিতের কার্য্য আমাদিগের অবশু কৰ্ত্তব্য। গঙ্গাতীরে এই দেহ লইয়। আমরা প্রভুর সৎকার করি চল ।” এই বলিয়া হই জনে প্রভুর দেহ বহন করিয়া গঙ্গাতীরে লইয়া গেলেন। তথায় পুত্রকে শবরক্ষায় নিযুক্ত করিয়া ছৰ্গাদাস নগৱে কাষ্ঠাদি সৎকারের উপযোগী সামগ্রীর অনুসন্ধানে গমন করিলেন। এবং যথাসাধ্য মুগন্ধি কাষ্ঠ ও অন্তান্ত সামগ্রী সংগ্ৰহ ক"ি গঙ্গাতীরে প্রত্যাগমন করিলেন । তখন ছৰ্গাদাস পুত্রের আয়ুকূল্যে যথাশাস্ত্র দাহের পূর্বগামী ক্রিয় সকল সমৰ্পন করিয়া সুগন্ধি কণ্ঠে চিত রচনা করিলেন। এবং তছুপরি পশুপতির স্বতদেহ হপ করিয়া অগ্নিপ্রদান করিতে গেলেন । কিন্তু অকস্মাং শ্মশানভূমিতে এ কাহার আবির্ভাব হইল ! ব্রাহ্মণৰয় বিস্মিতগোচনে দেখিলেন যে, এক মলিনবসন, রুক্ষকেশী, আলুলায়িতকুন্তল, ভস্মধূলিসংসর্গে বিবর্ণ, উন্মাদিনী জালিয়া প্ৰশানভূমিতে অবতরণ করিতেছে। রমণী ব্ৰাহ্মণদিগের निकछेवर्द्धिनैौ इहेट्लम । -