পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: * বাঙায়নের নিকটে, সম্মুখে ঋক্ষসংযুক্ত উকীষধারী মন্থন্তমূও দেখিয়া, হেমচন্দ্র শখ্য হইতে লক্ষ দিয়া নিজ শাণিত অলি গ্রহণ করিলেন । . . . . . . . r অসি গ্রহণ করিয়া হেমচন্দ্র চাহিয়া দেখিলেন যে, বাতায়নে আর মন্থন্তমূও নাই। : হেমচন্দ্র অসিহস্তে দ্বারোদঘাটন করিয়া গৃহ হইতে নিষ্ক্রান্ত হইলেন। বাতায়নগুলে আসিলেন । তথায় কেহ নাই । গৃহের চতুঃপার্থে, গঙ্গাতীরে, বনমধ্যে হেমচন্দ্র ইতস্ততঃ অন্বেষণ করিলেন । কোথাও কাহাকে দেখিলেন না । # হেমচন্দ্র গৃহে প্রত্যাবর্তন করিলেন। তখন রাজপুত্র পিতৃদত্ত যোদ্ধ বেশে আপাদমস্তক আত্মশরীর মণ্ডিত করিলেন। অকালজলদ্বোদয়বিমৰ্ষিত গগনমণ্ডলবৎ র্তাহার সুন্দর মুখকাস্তি অন্ধকারময় হইল। তিনি একাকী সেই গম্ভীর নিশাতে শস্ত্রময় হইয়। যাত্র। করিলেন। বাতায়নপথে মনুষ্যমুণ্ড দেখিয়া তিনি জানিতে পারিয়াছিলেন যে, বঙ্গে তুরক আসিয়াছে। _ পঞ্চম পরিচ্ছেদ বাপীকুলে অকালজলদোদয়স্বরূপ ভীমমূৰ্ত্তি রাজপুত্র হেমচন্দ্র তুরকের অন্বেষণে লিঙ্কাস্ক হইলেন। ব্যাত্র যেমন আহাৰ্য্য দেখিবামাত্র বেগে ধাবিত হয়, হেমচন্দ্র তুরক দেখিবামাত্র সেইরূপ ধাবিত হইলেন । কিন্তু কোথায় তুরকের সাক্ষাৎ পাইবেন, তাহার স্থিরতা झेिल नां । হেমচন্দ্র একটিমাত্র তুরক দেখিয়াছিলেন । কিন্তু তিনি এই সিদ্ধাপ্ত করিলেন যে, হয় তুরকসেন নগরসন্নিধানে উপস্থিত হইয়া লুকায়িত আছে, নতুবা এই ব্যক্তি তুরকসেনার পূৰ্ব্বচর। যদি তুরকসেনাই আসিয়া থাকে, তবে তৎসঙ্গে একাকী সংগ্রাম সম্ভৰে না । BB BBBB BBS BBB BBB BS BBB DDDDD D BBBB BBBB DDB BB থাকিতে পারেন না । যে মহৎকাৰ্য্য জন্য মৃণালিনীকে ত্যাগ করিয়াছেন, অষ্ট রাজিতে