পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e মৃণালিনী করিল কেন ? তিন—একত্রে বাস। চারি—একত্রে রাত বেড়ান। পাচ—চুপি চুপি কথা । ༠༥༥ * প্র । মনোরমা ভালবাসে ; হেমচন্দ্রের কি ? উ। বাতাস না থাকিলে কি জলে ঢেউ হয় ? আমাকে যদি কেহ ভালবাসে, অামি তাহাকে ভালবাসিব সন্দেহ নাই । * , প্র । কিন্তু মৃণালিনীও ত হেমচন্দ্রকে ভালবাসে। তবে ত হেমচন্দ্র মৃণালিনীকে ভালবাসিবেই। উ। যথার্থ। কিন্তু মৃণালিনী অনুপস্থিত, মনোরম উপস্থিত। এই ভাবিয়া গিরিজায়া ধীরে ধীরে গৃহের দ্বারদেশে আসিয়া দাড়াইল । তথায় একটি গীত আরম্ভ করিয়া কহিলেন, “ভিক্ষা দাও গে৷ ” . চতুর্থ পরিচ্ছেদ . উপনয়—বুহিব্যাপ্যে। ধূমবান গিরিজায়া গীত গায়িল, “কাহে সই জীয়ত মরত কি বিধান ? ব্রজকি কিশোর সই, কাহা গেল ভাগই, * ব্ৰজজন টুটায়ল পরাণু।” সঙ্গীতধ্বনি হেমচন্দ্রের কর্ণে প্রবেশ করিল। স্বপ্নশ্রুত শব্দের স্থায় কর্ণে প্রবেশ করিল। গিরিজায় আবার গায়িল, “ব্রজকি কিশোর সই, কাহা গেল ভাগই, ব্ৰজবধু টুটায়ল পরাণ ।” হেমচন্দ্র উন্মুখ হইয়া শুনিতে লাগিলেন। গিরিজায় আবার গায়িল, “মিলি গেই নাগরী, ছুলি গেই মাধব, রূপবিহীন গোপকুতারী। ।