পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উপনয়—বহ্নিব্যাপ্যে। ধূমবান as কো জানে পিয় সই, রসময় প্রেমিক, হেন বঁধু রূপকি ভিখারী।” * হেমচন্দ্ৰ কহিলেন, “এ কি ! মনোরমা, এ যে গিরিজায়ার স্বর ! আমি চলিলাম।” এই বলিয়া লম্ফ দিয়া হেমচন্দ্ৰ শয্যা হইতে অবতরণ করিলেন। গিরিজায়৷ গায়িতে লাগিল, “আগে নাহি বুৰন্থ, রূপ দেখি ভুলক্স, হৃদি বৈমু চরণ যুগল। যমুনা-সলিলে সই, অব তনু ডারব, আন সখি ভখিব গরল ॥” হেমচন্দ্র গিরিজায়ার সম্মুখে উপস্থিত হইলেন। ব্যস্ত স্বরে কহিলেন, “গিরিজায় । এ কি, গিরিজায় ! তুমি এখানে ? তুমি এখানে কেন ? তুমি এ দেশে কবে আসিলে ?” গিরিজায়া কহিল, “আমি এখানে অনেক দিন আসিয়াছি।” এই বলিয়। আবার গায়িতে লাগিল, - “কিবা কাননবল্লরী, গল বেঢ়ি বাধই, নবীন তমালে দিব ফাস।” হেমচন্দ্ৰ কহিলেন, “তুমি এ দেশে কেন এলে ?” গিরিজায়া কহিল, “ভিক্ষ আমার উপজীবিকা। রাজধানীতে অধিক ভিক্ষ পাইব বলিয়া আসিয়াছি— কিবা কাননবল্পরী, গল বেঢ়ি বাধই, নবীন তমালে দিব ফাস ।” হেমচন্দ্র গীতে কর্ণপাত না করিয়া কহিলেন, “মৃণালিনী কেমন আছে ; দেখিয়া আসিয়াছ ?” গিরিজায়া গায়িতে লাগিল, “নহে—ম্প্রাম শুাম শুাম শুাম, শুাম নাম জপয়ি, ছার তমু করব বিনাশ ।” হেমচন্দ্র কছিলেন, “তোমার গীত রাখ। আমার কথার উত্তর দাও মৃণালিনী কেমন আছে, দেখিয়া আসিয়াছ ?” - -