পাতা:মৃণালিনী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অমৃতে গরল—গরলামৃত brą মৃণালিনীকে বৃশ্চিক দংশন করিয়াছিল। তাহার যন্ত্রণায় মৃণালিনী মুমূৰুবং কাতর হইয়াছিলেন। তাহার এক জন পরিচারিক তাহার উত্তম ঔষধ জানিত ; তৎপ্রয়োগ মাত্র যন্ত্রণা একেবারে শীতল হয় ; দাসী শীঘ্ৰ ঔষধ আনিতে গেল। ইত্যবসরে হেমচন্ত্রের দুতী গিয়া কহিল যে, হেমচন্দ্র উপবনে তাহার প্রতীক্ষা করিতেছেন। মুহূৰ্ত্তমধ্যে ঔষধ অাসিত, কিন্তু মৃণালিনী তাহার অপেক্ষা করেন নাই ; আমনি সেই মরণাধিক যন্ত্রণা বিস্কৃত হইয়া উপবনে উপস্থিত হইলেন। আর ঔষধ প্রয়োগ হইল না। হেমচন্দ্রের তাহ স্মরণ হইল। সেই মৃণালিনী ব্রাহ্মণকুলকলঙ্ক ব্যোমকেশের জন্য হেমচন্দ্রের কাছে অবিশ্বাসিনী হইবে ? না, তা কখনই হইতে পারে না। আর একদিন হেমচন্দ্র মথুর হইতে গুরুদর্শনে যাইতেছিলেন ; মথুরা হইতে এক প্রহরের পথ আসিয়া হেমচন্ত্রের পীড়া হইল। তিনি এক পান্থনিবাসে পড়িয়া রহিলেন ; কোন প্রকারে এ সংবাদ অন্তঃপুরে মৃণালিনীর কর্ণে প্রবেশ করিল। মৃণালিনী সেই রাত্রিতে এক ধাত্রীমাত্র সঙ্গে লইয়া রাত্রিকালে সেই এক যোজন পথ পদব্রজে অতিক্রম করিয়া হেমচন্দ্রকে দেখিতে আসিলেন। যখন মৃণালিনী পান্থনিবাসে আসিয়া উপস্থিত হইলেন, তখন তিনি পথভ্রাস্তিতে প্রায় নিজাব ; চরণ ক্ষতবিক্ষত,—রুধির বহিতেছিল। সেই রাত্রিতেই মৃণালিনী পিতার ভয়ে প্রত্যাবর্তন করিলেন। গৃহে আসিয়া তিনি স্বয়ং পীড়িত হইলেন। হেমচন্দ্রের জাহাও মনে পড়িল। সেই মৃণালিনী নরাধম ব্যোমকেশের জন্য র্তাহাকে ত্যাগ করিবে ? সে কি অবিশ্বাসিনী হইঙ্কে পারে? যে এমন কথায় বিশ্বাস করে, সেই অবিশ্বাসী—সে নরাধম, সে গণ্ডমূর্খ। হেমচন্দ্র শতবার ভাবিতেছিলেন, "কেন আমি মৃণালিনীর পত্র পড়িলাম না ? নবদ্বীপে কেন আসিয়াছে, তাহাই বা কেন জানিলাম না?” পত্রখণ্ডগুলি যে বনে নিক্ষিপ্ত করিয়াছিলেন, তাহা যদি সেখানে পাওয়া যায়, তবে তাহা যুক্ত করিয়া যতদূর পারেন, ততদুর মর্যাবগত হইবেন, এইরূপ প্রত্যাশা করিয়া একবার সেই বন পৰ্য্যস্ত গিয়াছিলেন ; কিন্তু সেখানে বনতলস্থ অন্ধকারে কিছুই দেখিতে পায়েন নাই। বায়ু লিপিখণ্ডসকল উড়াইয়া লইয়া গিয়াছে। যদি তখন আপন দক্ষিণ বাহু ছেদন করিয়া দিলে হেমচন্দ্র সেই লিপিখণ্ডগুলি পাইতেন, তবে হেমচন্দ্র তাছাও দিতেন। আবার ভাবিতেছিলেন, “আচাৰ্য্য কেন মিথ্যা কথা বলিবেন ? আচাৰ্য্য অত্যন্ত সত্যনিষ্ঠ—কখনও মিথ্যা বলিবেন না। বিশেষ আমাকে পুত্রাধিক স্নেহ করেন—জানেন, এ সংবাদে আমার মরণাধিক যন্ত্রণা হইবে, কেন আমাকে তিনি মিথ্যা কথা বলিয় এত . . . .” -