পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/১৮৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পরিচয়ে । :مانند অনেক কমিয়া গৈল । তাছাদের কাহারও বৃদ্ধি প্রখর ছিল না। থামার পরামর্শে ভাছার সহজে অনেক কাৰ্য্য সিদ্ধ করিতে পারিত, এজষ্ঠ কালে দসু্যদলে আমার বেশ প্রভুত্ব হইল। আমি এই সময় মধ্যে অমায়াসে পলাইয়া বাটী আসিতে পরিতাম । কিন্তু ও ছাড়ে অনিষ্ট ভিন্ন ইষ্ট নাই। কারণ দস্থার জোর করিয়া আমার পরিচয় লইয়াছিল । আমি পলাইয়া জালিলে আমার তো নিস্তার নাই পরস্তু আমাদের স্বসম্বন্ধীয় কেহই বাচিত না । সুতরাং আমি সে চেষ্টাও করি নাই। ক্রমে नक्रमत রীতি-নীতি সমস্ত বেশ জানিতে পরিলাম । তাছাদের ভাব গতিক সব বুঝিলাম । ভাবিয়ঃছিলাম এই সময় পলাইয়া গিয়া একেবারে বিচারালয়ে সংবাদ দিব ; তাছাতেও যদি দুই এক দিন বিলম্ব হয় তাছা হইলেও বিপদূ সম্ভাবনা, এজন্য তাছাও করিতে পারিলাম না। এই সময়ে মুক্তির নিমিত্ত আর এর উপায় অবলম্বন করিলাম । কথা প্রসঙ্গে দ্বস্থদের বুঝাইলাম যে, আমার নিবাস সপ্তগ্রাম সন্নিহিত গোপালপুর নহে, বীরভূমের মধ্যে এক গোপালপুর অাছে সেই গোপালপুর আমার নিবাস । ক্রমে এ কথাতেই তাহদের দৃঢ় বিশ্বাস হইল ! আমাকে সকলেই মাস্ত করিতে লাগিল। এমন সময় উমাপতিকে লইয়। এই গোল । জামি তোমাকে বেশ চিমিলাম । পাছে তুমি আমাকে চিনিতে পাৱ বলিয়া বড় ভয় হুইল । তুৰি আmন চলিতে পারিল না। ভাবিলায় পলাইবার এই সময়। তোমাকে মুক্ত করির পলাইলাম বটে, কিন্তু যতদিন তাৰাদের ধরাইয়া না দিভে পারি ওতদিন আমরা নিরাপদ নছি। সাবধান কেছ ধেম কিছু জানিতে মাপারে। দুই এক দিনের মধ্যেই প্রকাশ ক্ষরিতে পাৰি এমন সাম্বল আছে যে কয় দিন প্রকাশ না হয় যে * দিন জাম্বা মিশ্চিন্ত মছি " "