পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/১৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রুগ্নাসমীপে । 3bot স্বশ, স্বীকাক্ষা প্রভৃত্তি নানাবিধ কারণে মনুষ্য সভক্তই নিরানন্দ । এই সকলের মধ্যে যদি কোনরূপে কখন আনন্দ জন্মে, জাম্ব। ক্ষণিক মাত্র । নবকুমার প্রভৃতি সকলে সেই ক্ষণিক আনন্দে আনন্দিত ছিলেন। কিন্তু আনন্দ চিরস্থায়ী হইবার নহে। উহাদেৱ আমব্দে বিন্ধ জম্মিল ; পদ্মাবর্তী পীড়িত হইলেন। চলুন পাঠক আমরা পক্ষাবর্তীর কি হইয়াছে দেখিয়৷ আসি । পদ্মাবতী পীড়িত। চারি দিন অতীত হুইল পদ্মাবতী পীড়াক্রান্ত হইয়াছেন । পীড়া সহজ নছে । জ্বর- কিন্তু শক্ত জ্বর । কি কারণে পদ্মাবতীর সহসা এরূপ কঠিন জ্বর উপস্থিত হইল ভাল অস্থ্যে জানে না ; কোন সময়ে কি কারণে পীড়া ছয় তাহ নির্ণয় করা সহজ মহে । সবগুই কোন শারীরিক নিয়মের উল্লঙ্ঘন হইয়া থাকিবে নচেৎ এরূপ ঘটিবার সম্ভাবনা কি ? নবকুমার পদ্মাবতীকে জ্বরের কারণ জিজ্ঞাসিয়াছিলেন, কিন্তু কোন সত্তোষজনক উত্তর পান নাই । চিকিৎসক আসিয়া রোগিণীকে দেখিয়া দুখ বিকৃত করিয়াছেন। তিনি যাইবার সময় নবকুমারকে কাrণ কাণে বলিয়ঃ গিয়াছেন,—“রোগের গতিক ভাল নহে।” নবকুমার সেই অবৰি অত্যন্ত ভবন ওস্ত ও শুদ্ধ হইয়াছেন । বেলা সাৰ্দ্ধ দ্বিপ্রহর, পদ্মাবতীর জ্বর স্ত্যাগ হইতেছে। পদ্মাবতী ছই ফটু করিতেছেন এবং যন্ত্রণ সুচক ধ্বনি ম্যক্ত করিতেছেন । চারি জন পরিচারিক উাছার পরিচর্য্যা করিতেছে। ষ্ট্রেীদের তেজ বিদূরিত করিবার নিষিক্ত গৃহে সমস্ত দ্বারাদি বুদ্ধ। সহসা একটা স্বায় উন্মোচিত ছইল । জন্মধ্য দিয়া নবকুমার প্রবেশ করিলেন । সকদের দুটি তৎপ্রক্তি ৰাবিড় হুইল । পঞ্জাবতী ও :) স্ব পরিবর্তন করিয়া দেখিলেন। নবকুমারের চকুর মাছও পক্ষাৰ চক্ষু সংমিলিত DDSiDDD BBB BkTDD D BBB BBB SBBB BBB