পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নবগৰিপদে । చిన তাছা বলা বাহুল্য। প্রায় দুই বৎসর অতীত হইল, খুরানাথের মধ্যম স্ত্রী পরলোক নড়া হইয়া, সপত্নী বস্ত্রণ হইতে নিস্তার লাভ করিয়াছেন। মথুরানাথের তৃতীয় স্ত্রীর নাম কুমুদিনী । ফুমুদিনী দেখিতে অতি সুন্দরী। এক্ষণে র্তাহার বয়স ষোড়শ বর্ষ হইৰে । র্তাহার জন্যে গুলি গুণ ছিল । কিন্তু যে সকল গুণে শ্যামার অন্তর শোভিত ছিল, তাছাদের সহিত তুলনাম কুমুদিনীর গুণ সকল মিকৃষ্ট বলিয় প্রস্তাত ছইরে । মথুরানাথ শ্যামার সোঁমাধ্য কখন বিস্মৃত ছন নাই। তিনি তাদৃশ বনী ছিলেন না ; এবং পিতার অমতেও কখন কোন কৰ্ম্ম করেন নাই। এজষ্ঠ তিনি সর্বদ শ্যামাকে দেখিতে পাইতেন না । যে বৎসর তাহার মধ্যম স্ত্রীর বিয়োগ হয়, সেই বৎসলেই তাহার পিতা গঙ্গালতি করিয়াছিলেন । কিন্তু ডাছার পরই মথুরানাথের এমন ফন্ত্রকগুলি বিপৎপাণ্ড হয় যে তিনি এ পর্য্যস্ত শ্যামার দর্শন লাভে বঞ্চিত ছিলেন । সম্প্রক্তি ৰুগ্ন-শয্যায় পতিত হইয়া তিনি শ্যামাকে দেখিবার জন্ত ব্যাকুল হইলেন ; . , - . - . . এতদ্ভিন্ন মথুরানাথের সংসারে উiহার বিধবা য’ত ছিলেন । তিনি একবার মাত্র প্রথম পুত্রবধু শ্যামাকে দেখিয়াছিলেন , তখন শ্যাম বালিক । নবকুমার সময়ে সময়ে দুই একবার নবদ্বীপ গমন করিয়াছিলেন। মথুরানাথের মাতা শহকে অত্যন্ত স্নেহ করিডেন। মথুরানাথ স্বরং অক্তি সুপুত্ষ সিলেন : তিনি বিষ্কার সুমিষ্ট অস্বাদ বিশেষরূপ জানিতেন । এণ্ডদ্ব্যউত্ত তিনি অতি মিষ্টভাৰী ও মুরসিক ছিলেন। । - s ইতি প্রথম খণ্ড সমঃ ।