পাতা:মৃণ্ময়ী (কপালকুণ্ডলা দ্বিতীয় ভাগ).djvu/৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাতায়নে । উমাপতি খসিয়া রছিলেন। তাছার দৃষ্টি বাতায়ন প্রক্তি স্থির খালি" নিয়ে একটা কুকুর শয়ন করিয়াছিল। সে এই সময় একবায় ডাকিয়া উঠিল। উমাপভি ভাগ দেখিতে একবার মুখ করাই লেন। দ্রষ্টব্য দর্শন করিয়া আবার গবাক্ষের দিকে দৃষ্টি সঞ্চালন করিলেন। দেখিলেম বাভামন পূর্বাপেক্ষ অধিক মুক্ত হইয়াছে। তষ্মধ্য দিয়া প্রফুল্ল, হাস্যময়ী, সুন্দর মুক্তকেশীর সম্পূর্ণ বদন তাহার দৃষ্টিগোচর ছইল। উমাপতি দেখিলেন বদন উচ্ছ্বাসোমুখী প্রবাছি নীর স্যায় হাস্যময়ী। উমাপতি এক চিত্তে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন । বদন অবনত হইল । কিন্তু দ্বার বৃদ্ধ হইল না । এই সময়ে ব্রাহ্মণী উমাপতির নিমিত্ৰ জল খাবার লইয়া প্রবেশ করিলেন । বাতায়ম ৰুদ্ধ হইল । তিমি উমাণচিঝে জলখাবার দিয়া মুক্তকেশীকে সম্বোধন করিয়া জল ও তাম্বুল আনিতে আদেশ করিলেন। অনতি বিলম্বে ত্রীড়-সঙ্কুচিত মুক্তকেশী মাতৃ আজ্ঞ; সম্পাদনে আগমন করিলেন । তিনি জল ও গান অনিয়া মাক্তার নিকটে দিলেন । র্ত্যহার মাত কছিলেন, “আমি কি করব ? উমাপতিকে দেও ” অবনতমুখী মুক্তকেণী উমাপতিকে দিবার মিমিও সে সকল লইলেন । দাৰুণ লজ্জা জনিত সংকোচে জল সহ শ্যন পাত্ত র্তাহার হস্তচু্যত হইয়া পতিত হইয়া গেল । স্মিতবিকশিতাননা মুক্তকেশী যে স্থান হষ্টতে পলায়ন করিলেন । ষ্টাখার মাত৷ -x * . خ سيحدوة بيج جايfجة “ঙ্গা পাগলি । এক লজ্জা কি ?” - এই বলির স্বয়ং উঠিয়া পুনরায় জল ও পাম জানিতে গমন করিলেন । উমাপতি যুক্তকেশীয় সলজ মধুর ভাবটী ধান করিতে