পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রাণসম সেই প্রেয়সী আমার— সদা পরিমিত-মধুর-ভাষিণী, এ ঘোর বিরহে কি দশা তাহার ! যেন একাকিনী রাঙ্গ-কামিনী l সহিয়া বিষম-বিরহ-বেদন বুঝি শুকায়েছে সে8রূপ-লহরী, হারায় যেমন সুষম আপন নীহার-পতনে নলিনী সুন্দরী ॥২০ “মান বিশ্বাধর তপত নিঃশ্বাসে, কেঁদে কেঁদে কেঁদে ফুলেছে নয়ন, প্লথ কেশরাজি প’ড়ে আশে পাশে ঢেকেছে তাহার চাক চন্দ্ৰানন ; সে বদন মরি থুয়ে করতলে বসিয়া রয়েছে প্রেয়সী আমার, হায়রে যেমতি গগন-মণ্ডলে ? স্নানশশধর পরশে তোমার । ॥২১॥১-১৬ ৷ দই যে অলোক-সামান্ত যুবতী, সেই পরিমিত ও মিষ্ট-ভাষিণী রমণী,—তিনি আমার প্রাণভূল্য প্রিয়পত্নী। এই ঘোর বিরছে সেবিরহিণী চক্রবাকীর মত আতুর। শিশির-পাতে শ্ৰীশ্ৰষ্ট কমলিনীর স্তায় প্রিয়া আমার এই দারুণ বিরহে হয়ত কতই ঐক্ৰট হুইয়া গিয়াছেন ॥২st অবিরত তপ্ত নিঃশ্বাসে তাহার সে সরল রক্তিম বিশ্ববিনিৰ্ম্মিত ওষ্ঠাধর শুকাইয়া গিয়াছে ; কাদিতে কাকিতে চক্ষু ফুলিয়া উঠিয়াছে। কক্সতলে কপোল রাখিয়া ভাবিতেছেন, ঝাপটার দীর্ঘ শ্লথ কেশগুলি উড়িয়া মুখের চারিপাশে পড়িয়া মুখকে প্রায় ঢাকিয় ফেলিয়াছে, মুখের শোভ দেখাই বাইতেছেন। তুমি (মেঘ ) আক্রমণ করিলে পূর্ণচন্দ্রমার যে দুর্দশা হয়, সেই চাদ মুখেরঃ আজি তেমনি দুর্দশা হইয়াছে ॥২১ ● । ब्रर्षत्रिकॉभिनौ=छङ्गदांकौ ।