পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* s३ £शषष्ठ । “বলেছে সে পুনঃ ‘একদিন প্রিয়ে, . মম কণ্ঠদেশ করিয়া বেষ্টন,— নিদ্রাগত তুমি, কিসের লাগিয়ে জাগিয়া উঠিলে করিয়া রোদন ; বারবার আমি পুছিলে কারণ, হাসিয়া অন্তরে বলিলে আমায়, “শঠ, আমি এবে হেরিমু স্বপন অন্য নারী যেন তোমার শয্যায়” ॥৪৮॥১—১৬

  • যক্ষ পত্নি, তোমার প্রিয়তম আরও একটা কথা বলিয়াছেঃ“একদিন তুমি আমার কণ্ঠ তোমার বাহুপাশে বাধিয়া ঘুমাইতেছিলে, হঠাৎ কেন সশস্বে কাদিয়া উঠিলে। আমি কেন কেন করির অনেক জিজ্ঞাসা করার পর তুমি মনে মনে হাসিয়া বলিলে “শঠ, আমি স্বধ দেখিলাম, যেন একটা অপরিচিত রমণীকে লইয়া তুমি * * ** ॥৪৮