পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৪০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

উত্তর মেঘ । so & সুপ্রিয়-দরশন তুমি প্রিয়বর, সখার এ কাজ করিবে নিশ্চয়, ধীর তুমি, তাই না দাও উত্তর ফল-লাভে মোর নাহি,কোন ভয় ; নীরবে বরধি জুড়াও অন্তর কাতরে চাতক যাচে যবে জল, মহত-জনের এ রীতি সুন্দর, অভীষ্ট-প্রদান উত্তর কেবল ! ॥৫১॥১–৮৷ “হে প্রিয়দর্শন, আমার আশা আছে যে তুমি নিশ্চয়ই সুহৃদের এই কার্যাট করিবে। তুমি কোন উত্তর দিতেছ না বলিয়া তুমি আমার প্রার্থনা শুনিলে না বা রাখিবে না, এরূপ মনে করি না । তুমি বাচাল মগু, স্বতাবতঃ ধীর, তাই তুমি নীরব আছ। চাতক ধখন পিপাসায় গুক্ষকণ্ঠে উদ্ধ মুখে ”ফটিক জল” “ফটিক জল" বলিয়। কাদিতে থাকে তখন তুমি নীরবে তাহার সেই প্রার্থন পূরণ কর । মহৎ ব্যক্তিরা মুথে নানা প্রকার প্রতিজ্ঞ প্রলোভন প্রকাশ করেন না, কাৰ্য্য দ্বারাই যাচকের প্রার্থন পূর্ণ করেন, সদুত্তর দেল ॥৫১৭