পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3లt’ • ८मषपूठ । মহাকবি কালিদাসের অপ্রতিদ্বন্দী যশ: সৰ্ব্বত্র পরিব্যাপ্ত এবং সৰ্ব্ববাদীসন্মত। কিন্তু নিতান্ত দুঃখের বিযয় এই যে কবির জীবন বৃত্তাত্ত সম্বন্ধে প্রকৃত কথা কিছুই জানিবার উপায় নাই। কালিদাস-প্রণীত কfব্যাবলীর সর্ব প্রধান টীকাকার মহামহোপাধ্যায় স্বরি মল্লিনাথ ও (তিনি খ্ৰীঃ প্রয়োদশ শতাব্দীতে প্রাচুভূত হইয়াছিলেন) কৰিবরের জীবনী সম্বন্ধে কোনও কথা ব্যক্ত করেন নাই ; সম্ভবতঃ উহ। তাছার ও অজ্ঞাত ছিল। এই কারণে লোকে নানা অত্যস্তৃত উপকথার আশ্রয় লইয়া থাকে। ঐ সকল উপকথা যে ঐঙিহাসিক ভিত্তিহীন, তাহ। বলাই বাহুল্য। এই উপকথা প্রায় অনেকেই জ্ঞাত আছেন, সুতরাং তাহাদের পুনরাবৃত্তি করা সম্পূর্ণ নিষ্ফল বলিয়া ৰোধ হয়। এ সম্বন্ধে বিখ্যাত পণ্ডিতগণ বহুবিধ গবেষণা দ্বারা যে সকল সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, তাহাও কম কৌতুহলোদ্দীপক নহে। এ স্থলে ঐক্ষপ কতকগুলি সিন্ধান্তের পরিচর প্রদত্ত হইল। (১) মূপে হিপোলাইট ফুসে অনুমান করিয়াছেন যে কবি প্রণীত খৃঃ পূঃ ৮••। রঘুবংশে বর্ণিত শেষ রাজার রাজত্ব সময়ে তিনি জীবিত্ত ছিলেন। এই মত সত্য বলিয়া স্বীকার করিলে কবির আবির্ভাব কাল খৃঃ পূঃ অষ্টম শতাব্দী বলিতে হয় । (২) সকলেই বলিয়া থাকেন কবি কালিম্বাস বিক্রমাদিত্য খৃঃ পূঃ •• । নামক এক প্রসিদ্ধ নরপতির সভা অলঙ্কৃত করিতেন। মৎস্ত পুরাণে এক বিক্রমাদিত্যের উল্লেখ দেখা যার। ॐ विक्लभांबेिठा *ङ्ॉमौ८कब्र शूद्ध बणिछ कथिऊ इदेब्रांtइन । कांजिणांन এই বিক্রমাদিত্যের সমসাময়িক হইলে তিনি খৃঃ পূঃ পঞ্চম শতাব্দীতে ਝਿਚ হইয়াছিলেন বলিতে যুদ্ধ।

  • ). ५क ब्रिज बांबिडा भकविनप्क गब्रांड श्रब्रब्र गश्व९ नायक