পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিজ্ঞাপন । এই গ্রন্থের অনুবাদকের রচিত, ইংরেজী ও বাঙ্গালা বহু সংবাদ এবং সাময়িক পত্রে প্রশংসিত এবং দেশের মান্তগণ্য সুশিক্ষিত ব্যক্তিবর্গ কর্তৃক বিশেষ ভাবে আদৃত, অতি সুললিত ও মধুর কবিতাবলী হৃদয়-গাথা । অতি সুন্দর কাগজে উৎকৃষ্টরূপে মুদ্রিত, মূল্য ১০ মণ্ডল পৃথক। কলিকাতা ২০১ নং কর্ণওয়ালিস স্ত্রীট, গুরুদাস চট্টোপাধ্যায়েপু দোকানে অথবা কুচবিহার রাজধানী গ্রন্থকার অথিলচন্দ্র পালিতের নিকট প্রাপ্তব্য। কুচবিহার রাজধানী } শ্ৰীঅখিলচন্দ্র পালিত। ১লা ফাল্গুন ১৩১৪ ।