পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মেঘদূত । খসিয়া পড়িল কনক-বলয় হাত হ’তে তার ;–এত শীর্ণকায়,— প্রিয়ার বিরহে আকুল-হৃদয় যক্ষ, কৰ্তমাস কাটাইল হায়! দেখিল আষাঢ়-প্রথম-দিবসে শৈল সামু’পরে নব জলধর, মহীধর সনে মনের হরষে বপ্রক্রীড়া রত যেন করিবর ॥২॥১–৮৷ জষ্ঠ নিৰ্ব্বাসিত করেন। যক্ষ তাহার স্ত্রীর প্রতি নিতান্ত অনুরক্ত ছিল, সুতরাং এই এক বৎসরের বিরহ তাহার পক্ষে বড় কঠিন শাস্তি হইল । যক্ষ দেবযোনি, তাহার পক্ষে লুকাইয়া অলকায় পলাইয়া আসা কিছুই কঠিন নহে, কিন্তু শাপবশতঃ তাহার সে দেবযোনি মহিমা রহিল না। বনবাস-সময়ে রামসীতা যে স্থানে কিছুদিন বাস করিয়াছিলেন, র্তাহীদের বিহার-ক্ষেত্র সেই রামগিরি তাহার নির্বাসনস্থান নিৰ্ব্বাচিত হওয়াতে তাহার বিরহ আরও অসহ চট্টয়া উঠিল,—সে উন্মত্ত প্রায় হইয়া পড়িল । এই বিরহোত্মত্তত হইতেই এই কাব্যের স্বষ্টি। ১ । কয় মাস ( আট মাস ) অতিশয় কষ্টে কাটিল। তাঙ্গার শরীর কুশ হইয়া পড়িল ;–এত কৃশ হইল যে হাতের স্বর্ণ বলয় খসিয়া পড়িল । DS BB SBBBB BBBS BBB BB BBBS BB BB BBBS BBB BBB নামিন্তে থাকে, তাহাকে সানু বলে । ৮ । বপ্রক্রীড়= বাড়ে শিং দিয়া মাটী পুড়িয়া যে থেলা করে, সেইরূপ থেলাকে বপ্রত্ৰীড়া বলে । i