পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

兹 মেঘদুত । “আসিল বরধা” ভাবিয়া অন্তরে, বঁাচাইতে নিজ দয়িত-জীবন, স্বকুশল-বাৰ্ত্ত জলধর-করে পাঠাইতে যক্ষ করিল মনন । অভিনব গিরি-মল্লিকা তুলিয়া দিল অর্ঘ্য মেঘে পরম আদরে, প্রীত মনে প্রীতি-বচন কহিয়া তাহায় স্বাগত-সম্ভাষণ করে ॥8॥১–8 ৷ মেঘ দেখিয়া যক্ষ ভাবিল “এই ত বর্ষ। আসিল । বর্ষায় বিরহ বড় তীব্র, প্রিয়া বঁাচে কি না । সে যে আমাগতপ্রাণী—আমার বিরহে বুঝি তাহার প্রাণ থাকে না । এই সময়ে যদি তাহাকে একটা মঙ্গলসংবাদ পাঠাইতে পারি, তাহা হইলে, আশ্বাস পাইয়া, প্রিয়t বঁচিবে। এই যে মেঘ উত্তর দিকে যাইতেছে-ইহাকে দিয়! আমার কুশল সংবাদ প্রিয়তমার নিকট পাঠাই ।” ইহা মনে করিয়া যক্ষ পাৰ্ব্বতীয় কুরচি ফুল তুলিয়। মেঘকে অর্ঘ্য * দিল এবং তাহাকে প্রতি বচনে—“আসুন আমুন আপনার মুখে আগমন ত?” বলিয়৷ সম্ভাষণ করিল। (২) দয়িত= স্ত্রী। (৫) অভিনব=নুতন । গিরিমল্লিকা=কুরচি ফুল। ( e ) অৰ্ঘ্য = পূজার উপহার। (৮) স্বাগত সম্ভাষণ=স্ব +আগত= স্বাগত, "সুখে আগমন হইল ত?” ইত্যাদি ** t বল।

  1. “রক্ত বিৰাহ্মতৈঃ পুম্পৈ দধিদূৰ্ব্বাকুশৈস্তিলৈ ।

সামান্থঃ সৰ্ব্বদেবনামৰ্ঘোহুয়ং পরিকীৰ্ত্তিও; ॥* ఫౌజ్లో