পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

3 * মেঘদূত । “তব ভ্রাতৃজায়া সতী পতিব্ৰতএখনো জীবিত মিলনের আশে ; বিরহের দিন গণনে নিরত। দেখিবে তাহারে আমার আবাসে। রমণী-হৃদয় কুসুম-কোমল, বিরহের তাপে সদ্য পড়ে ঝ’রে, আশা-বৃন্ত তারে রাখে হে কেবল ধরি কোনরূপে যতনে অাদরে ॥১০॥১—৮ পাছে মেঘ মনে করে “তোমার বিরহে তোমার স্ত্রীর ত এতদিনে কোন অত্যাহিত ঘটে নাই ? আমি তথায় গিয়া তাহাকে জীবিত দেখিতে পাইব ত ?” তাই যক্ষ সেই ভয় নিরসন করিয়া বলিতেছে, “নিশ্চয়ই তুমি তাঙ্গকে দেখিতে পাইবে। দেখিবে তোমার সেই ভ্রাতৃজায়া—অর্থাৎ আমার পতিবৃত স্ত্রী (মেঘের সহিত বন্ধুত্ব হওয়ায় তাহাকে ভ্রাতৃস্থানীয় বলা হইয়াছে। ) কেবল বিরহের দিন গণিতেছেন। তিনি কি মরিতে পারেন ? বোটায় যেমন ফুলটি আটকাষ্টয়া রাখে সেইরূপ আশা রমণী-হৃদয়কে আটু কাইয়া রাখে। বৃন্ত খসিলে যেমন ফুলটি ঝড়িয়া পড়ে, আশা ফুরাইলেও তেমনি রমণী হৃদয় ঝরিয়া পড়ে । ৩। নিরতা=নিযুক্ত । ৭ । আশাবৃন্ত= আশা রূপ বোট।।