পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পূৰ্ব্বমেঘ। ' ' . s “যাত্রাকালে তুমি ডাকিবে যখন, ধরাবক্ষে হ’বে শিলীন্ধ সঞ্চার, নিতান্ত উতলা হ’বে হংসগণ মানস-সরসে করিতে বিহার। পাথেয় স্বরূপে মৃণাল কোমল চঞ্চুপুট মাঝে করিয়া গ্রহণ, তব সঙ্গিরূপে সে মরাল দল,— কৈলাস অবধি করিবে গমন ॥১১॥১—৮৷ পাছে মেঘ বলে “এক কি করিয়া অতদূর যাইব?” তাই যক্ষ বলিতেছে “তোমার শ্রুতিমুখকর গর্জনে শিলীন্ধ, সকল বাহির হইয়া পড়িবে । সে ੋ সুলক্ষণ, তাহাতে পৃথিবী অচিরে শস্যশালিনী হয়। আর সেই গর্জন, শুনিয়া হংস সকল মানস-সরোবরে যাইবার জন্য বড়ই উৎকণ্ঠিত হইয়া উঠিবে। তাহারা পাথেয় স্বরূপ মৃণালের খণ্ড সমূহ চঞ্চুমধ্যে গ্রহণ করিয়া তোমার সহিত তোমার সহযাত্রীরূপে কৈলাস পর্য্যস্ত-অর্থাৎ তুমি যতদূর যাইবে ততদুর-যাইবে । অতএব তুমি নিৰ্ভয়ে চল। २ । भिन्नैौकु=cबtछद्र झाठी, डूकमजो, कन्नर्जी, थडूडि चार्श्व शारश्ऊ श्छ। কেহ বলেন তৃণ বিশেষ, কেহ বা বলেন ভুই চাপ । ৪ । মানস সরসে= মানস সরোবর নামক তিধ্বতদেশীয় প্রসিদ্ধ হ্রদে । ৮। কৈলাস=হিমালয়ের অংশ বিশেষ, তিব্বত দেশে অবস্থিত। কৈলাস শবের বাসস্থান এবং এই কৈলাসের ক্রোড়েই অলকা নগরী।