পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ᎼᎬ মেঘদূত । ‘বুঝি গিরিশৃঙ্গ উড়ায় পবন সিদ্ধাঙ্গনাগণ ভাবিয়া মানসে, উৎসাহে কৌতুকে তুলিয়া বদন, হেরিবে তোমারে পরম হরষে। উঠ শূন্যে তুমি উঠ ত্বর করি তেজি এ বেতসম্পূর্ণ আৰ্দ্ৰস্থান, দিঙ নাগের স্থল-কর-গৰ্ব্ব হরি উত্তরের পথে করহ পয়ান ॥১৪॥১-৮৷ “তুমি যখন এই পৰ্ব্বত হইতে উঠিয়া উত্তর মুখে চলিতে থাকিবে তথন সরলা সিদ্ধরমণীগণ চকিত নয়নে আগ্রহের সহিত তোমাকে (रिङ क्षरिन। उम्रमन्न भएन इंद्देश्ड থাকিবে—’বুঝি পবনের বেগে পৰ্ব্বত শৃঙ্গই উড়িয়া যাইতেছে।” এক্ষণে বেতসম্পূর্ণ ठां# e নিয় এই স্থান হইতে উদ্ধে উঠিয়া উত্তর পথে গমন কুর । আকাশে দিগ ছন্তীর তোমার গায়ে গুণ্ড প্রহার করিতে আসিলে তুমি তাহদের গৰ্ব্বহরণ করিও,—তোমার বিপুল দেহ দেখিলেই দিগগজদিগের শু গু-গরিম। লোপ পাইবে । * ২। সিদ্ধাঙ্গন-সিদ্ধ নামক দেবজাতির রমণী। বিদ্যাধর, অন্সর, যক্ষ রাক্ষস, গন্ধৰ্ব্ব, কিন্নর, পিশাচ, গুহ্যক, সিদ্ধ এবং ভূত সৰ্ব্বসমেত এই দশ প্রকার দেবযোনি। ৭। দি নাগ=দিগগজ। আকাশে ৮ট দিক্ রক্ষার উদ্দেশ্বে ঐরাবত, পুওরীক, বামন, কুমুদ, অশ্লন, পুষ্পদন্ত, সৰ্ব্বভৌম ও স্বপ্রতীক এই আটট হস্তী এবং ভাই। দেয় স্ত্রী বখাক্রমে অভ্রমু কপিল, পিঙ্গল, অনুপমা, তাম্রকণী, শুভ্রদন্তী, অঙ্গন ও অঞ্জনাবতী নামে দিগ, হস্তিনী আছে বলিয়। প্রসিদ্ধি। -

  • মল্লিনাথ বলেন এই শ্লোকে কালিদাসের প্রতিদ্বন্ধী ও বিপক্ষ সমালোচক

ঙি নাগ নামক ৰৌদ্ধ পণ্ডিতের উপর শ্লেষোক্তি আছে।