পাতা:মেঘদূত-কালিদাস-অখিলচন্দ্র পালিত.djvu/৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সিদ্ধযুবাগুণে প্রেয়সীর সনে হেরিবে,—চাতক কেমন কৌশলে লয় বারিধারা ; গণিবে গগনে সারি সারি সারি বলাকার দলে ; গরজিলে তুমি, তরাসে যুবতী আবেগে পতিরে দিবে আলিঙ্গন, সে গাঢ় পরশে তুষ্ট হয়ে অতি যুবক পূজিবে তোমায় তখন ॥ ০ ॥ ১—৮ ॥ (প্রক্ষিপ্ত )। “তুমি যখন আকাশপথে চলিতে থাকিবে, চাতকের দল বারিবিন্দুর গ্লোভে উড়িতে থাকিবে এবং বলাকামালা তোমার নিম্নে শোভা পাইবে । চাতক পক্ষীর ধারাবারি আকাশে পড়িতে পড়িতে,-ধরণী:পৃষ্ঠ-সঙ্গত হইবার পূৰ্ব্বেই, পান করিতে থাকিবে। পৰ্ব্বতোপরি সিদ্ধ যুবকযুবতীগণ ঐ শোভা দেখিতে থাকিবেন। তাহার কখনও বা ঐ বারিগ্রহণকারী চাতকের কৌশল দেখিবেন, কখনও বা অঙ্গুলী দ্বারা এক, দুই, তিন করিয়া বলাকার সংখ্যা গণনা করিতে থাকিবেন। ঐ সময়ে হঠাৎ তুমি গভীর গর্জন করিয়া উঠিবে, সরল সিদ্ধবালাগণ ত্রাসে চুটিয়া পতির বক্ষে পড়িবে। সেই মুখকর স্পর্শে সিদ্ধযুবাগণ অতিশয় তুষ্ট হইয়া, তোমার আগমন শ্নাঘ্য মনে করিবেন। কালিদাসের ঋতুসংহারেও এই ভাবের একটা শ্লোক পাওয়া যায়। তাহ। *ब्रिभिरप्ले झळेता । ऐंशद्र भ#ांशूदां निम्न &धप्रद्ध श्ल !-- “পতির উপরে রাম করি অভিমান, ছিল অল্প দিকে গুয়ে মুদিত নয়ান, সুগভীর ভীমরবে ডাকে জলধর, ভয়ে ছুর দুরু করে হৃদয় ভিজ্ঞর । ভুলিয়৷ মানের কথা রমণী তখন, निछ नांtर्थ शन शन (फ़्ग़ अॉलिशम ।